‘আজ এক মাস হল, শেষ মুহূর্তে জ়ুবিনের সঙ্গে ঠিক কী হয়েছিল? আবেগঘন পোস্টে পাপনের

দেখতে দেখতে কেটে গিয়েছে এক মাস। অসমের জনপ্রিয় গায়ক এবং অভিনেতা জুবিন গার্গের আকস্মিক মৃত্যু ঘিরে এখনও স্তব্ধ উত্তর-পূর্ব ভারত। সিঙ্গাপুরের তদন্তকারী সংস্থা জানিয়েছে, গায়কের মৃত্যুর ঘটনায় কোনও অস্বাভাবিকতা বা ষড়যন্ত্রের ইঙ্গিত মেলেনি। তবে এই দাবি মানতে নারাজ অনুরাগীরা, এমনকি জুবিনের সহশিল্পী গায়ক পাপনও এখনও “সত্যের অপেক্ষায়”।

১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক অনুষ্ঠান উপলক্ষে গিয়েছিলেন জুবিন। সেখানেই ঘটে সেই মর্মান্তিক ঘটনা। মৃত্যু ঘিরে রহস্য কাটছে না কিছুতেই। সিঙ্গাপুর পুলিশ সম্প্রতি এক বিবৃতিতে জানায়, জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় আপাতভাবে কোনও অস্বাভাবিক দিক দেখা যায়নি এবং জনগণকে অনুরোধ করা হয়েছে যেন কেউ ভুল তথ্য প্রচার না করেন। তবুও তদন্ত এখানেই শেষ নয় — সংস্থার দাবি, আরও অন্তত তিন মাস সময় লাগবে পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে।

বিনোদন
ফের গুলি চলল কপিল শর্মার ক্যাফেতে! চার মাসে তৃতীয় হামলায় চাঞ্চল্য

একই সময়ে, অসম সরকারও বসে নেই। তারা ইতিমধ্যেই একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে, যারা সমান্তরালভাবে ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছে। জুবিনের দেহ সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর দ্বিতীয়বার ময়নাতদন্তও করা হয়। এই মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ, যাদের মধ্যে রয়েছেন জুবিনের ঘনিষ্ঠ সহকারী সিদ্ধার্থ শর্মা।

বিনোদন
গত কয়েকদিন ধরে জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত অসম, অশান্তির ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করল অসম পুলিশ

এদিকে, প্রয়াত গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গও সামাজিক মাধ্যমে একাধিকবার ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। তিনি লিখেছেন, “আমরা শুধু জানতে চাই, সত্যিই কী ঘটেছিল সেই রাতে।”

বিনোদন
চোখে-মুখে ক্রূর হাসিতে যেনো লুকিয়ে রহস্য, পাওলি দামের নতুন অবতারে তবে কীসের ইঙ্গিত? জানুন

অন্যদিকে, জুবিনের বন্ধু ও সহশিল্পী পাপন রবিবার একটি আবেগঘন পোস্টে লিখেছেন,

বিনোদন
Asarani Death: দীপাবলির আলো ম্লান! না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

“আজ এক মাস হল। শেষ মুহূর্তে ওর সঙ্গে ঠিক কী হয়েছিল, তা জানলে আমরা শান্তিতে থাকব। তার আত্মার শান্তি কামনা করি। সত্যের অপেক্ষায় রইলাম।”

বিনোদন
জুবিন গর্গের মৃত্যু তদন্তে নড়েচড়ে বসল অসম সরকার, SIT যাচ্ছে সিঙ্গাপুরে

জুবিন গার্গের অকালপ্রয়াণ উত্তর-পূর্বের সঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। একদিকে তদন্তের দাবিদাওয়া, অন্যদিকে ভক্তদের আবেগ—সব মিলিয়ে এখনো থিতু হয়নি এই রহস্যময় মৃত্যু-ঘটনার ধুলো।

বিনোদন
‘অপারেশনের পরও …’ — ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিতিপ্রিয়া রায়ের, পাশে দাঁড়ালেন জিতু কমল

#ZubeenGarg #Papon

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক