প্রয়াত গায়ক জুবিন গর্গ
রবিবার দেশে ফেরার কথা থাকলেও শুক্রবারই না ফেরার দেশে চলে গিয়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ। মাত্র ৫২ বছর বয়সেই প্রয়াত জুবিন গর্গ। অসমীয়া ব্রাহ্মণ পরিবারে সন্তান জুবিন গর্গ। বাবা একজন গীতিকার এবং কবি। মা ছিলেন একজন গায়িকা। জন্ম সূত্রে তিনি অসমিয়া হলেও – বাংলা, হিন্দি ও অহমিয়া সহ ৪০টিরও বেশি ভাষায় গান গেয়ে বিশ্বকে মাতিয়েছেন। শুক্রবার দুপুরে আচমকা তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে গোটা বিনোদন জগতে।
শোকস্তব্ধ বিশ্বজুড়ে গায়েকের অনুরাগীরা। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় ঘটে যায় দুর্ঘটনা ঘটনা। এর পর তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি! সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন গর্গ। গায়কের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অসম সহ গোটা দেশ। স্বামীর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন জুবিন গর্গের স্ত্রী পেশায় ফ্যাশন ডিজাইনার গরিমা। স্বামীর মৃত্যুর আসল কারণ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন গরিমা।
আরও পড়ুন,
প্রয়াত জুবিন গর্গ, কোন গান গেয়ে সঙ্গীত জগতে সকলের নজর কেড়েছিলেন?
কীভাবে মৃত্যু হয়েছে জুবিন গর্গের?
জুবিনের স্ত্রী গরিমা জানিয়েছেন, স্কুবা ডাইভিং নয়। তার স্বামী নাকি মৃগি রোগে আক্রান্ত ছিলেন। গরিমা আরও জানিয়েছেন, শুক্রবার জুবিনের সঙ্গে স্কুবা ডাইভিং করছিল তার আরও দুই বন্ধু শঙ্কর ও সিদ্ধার্থ। সকলেই তীরে ফিরে আসার পর ফের সমুদ্রে নামেন জুবিন। তারপরই অচৈতন্য হয়ে পড়ে জলে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি জুবিনকে।
আরও পড়ুন,
কখনই স্বামীর খ্যাতির আলোকে মাখেননি নিজের গায়ে, জুবিন গর্গের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা
বহুমুখী প্রতিভা জুবিন গর্গের
জুবিন গর্গ তার বহুমুখী প্রতিভার জন্য ব্যাপক জনপ্রিয় ছিলেন। কর্মজীবনে বাংলা, হিন্দি ও অসমিয়া সহ মোট ৪০টি ভাষায় গান গেয়েছেন। একজন গায়কের পাশাপাশি তিনি একজন গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক। সঙ্গীত প্রযোজক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র প্রযোজক, চিত্রনাট্যকার, কবি এবং একজন সমাজসেবী ছিলেন। দোতারা, হারমনিয়াম থেকে শুরু করে তবলা, মোট ১২টি ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে সক্ষম ছিলেন।
আরও পড়ুন,
সমুদ্রে ঝাঁপ দেওয়ার ভাইরাল ভিডিয়োয় জুবিন গর্গ? সমাজমাধ্যমে তুমুল শোরগল, জানা গেল গায়েকের মর্মান্তিক পরিণতির কারণ!
বিশ্বের চতুর্থ বৃহত্তম শেষকৃত্য সমাবেশ, জুবিন গর্গকে আজ অন্তিম বিদায় জানানোর দিন
জুবিন গর্গের সেরা গান
সঙ্গীতে প্রথম হাতেখড়ি তাঁর মায়ের কাছে হলেও এটাকে পেশা হিসেবে বেছে নেন ১৯৯২ সালে। আঞ্চলিক গান ছাড়াও, জুবিন গর্গ বেশ কিছু হিট গানের মাধ্যমে টলিউড সহ বলিউডেও নিজের ছাপ রেখে গিয়েছেন। তার উল্লেখযোগ্য কিছু গান- ‘কাঁতে’ (২০০২) এর ‘রামা রে’, ‘গ্যাংস্টার’ (২০০৬) এর ‘ইয়া আলি’, ‘নমস্তে লন্ডন’ (২০০৭) এর ‘দিলরুবা’, ‘কৃষ ৩’ (২০১৩) এর ‘দিল তু হি বাতা’, এবং। গোটা ভারত জুড়ে ব্যাপক ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে জুবিন গর্গের এই গানগুলি।