উত্তর মেরুর সাথে বিয়ে দক্ষিণ মেরুর! এরপর? জানতে আপাতত কয়েক মাসের অপেক্ষা

উত্তর ভারতের ছেলের সাথে বিয়ে হলো দক্ষিণ ভারতের মেয়ের! এরপর ঠিক কী কী কাণ্ড ঘটতে চলেছে তা জানতে আপাতত অপেক্ষা করতে হবে কয়েকটা মাস। কারণ, এই কাহিনী নিয়েই আসতে চলেছে নতুন সিনেমা ‘পরম সুন্দরী’, যেটি মুক্তি পাবে আগামী বছরের জুলাই মাসে।

আমরা সকলেই জানি সাংস্কৃতিক দিক দিয়ে উত্তর ভারতের থেকে ঠিক কতখানি আলাদা দক্ষিণ ভারত। খাওয়া-দাওয়া, পোশাক-আশাক থেকে শুরু করে মানসিকতার মধ্যে বিস্তার তফাৎ রয়েছে এই দুদিকের মানুষের। তবে অনেক সময় দেখা যায় এই দুই মেরুর মানুষ বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।

এরপরই শুরু হয় নানান রকমের ঝামেলা। তবে সেসব পেরিয়ে কীভাবে তারা সংসার করেন সেই নিয়েই আসতে চলেছে এই নতুন সিনেমা। যেখানে উত্তর ভারতের ছেলের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ মালহোত্রা এবং দক্ষিণ ভারতের সুন্দরীর ভূমিকায় দেখা যাবে জাহ্নবী কাপুরকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার প্রথম ঝলক পোস্ট করা হয়েছে। যেখানে লেখা, ‘উত্তরের চমক এবং দক্ষিণের আনুগত্যের মধ্যে সংঘর্ষে তৈরি হয় দাবানল। তুষার জালোটা পরিচালিত এক প্রেমের কাহিনী আসতে চলেছে ২০২৫ সালের ২৫ শে জুলাই।’

এই সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত দর্শকেরা। কারণ, এই ধরনের প্রেমকাহিনী বরাবর আকর্ষণ করে দর্শকদের। এর আগে আমরা এরকম ধরনের একটি সিনেমা দেখেছি ‘চেন্নাই এক্সপ্রেস’। যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। এবার এই সিনেমা দর্শকদের প্রত্যাশা কতটা রক্ষা করতে পারে তাই দেখার অপেক্ষা।

error: Content is protected !!