বেশ কিছুদিন ধরেই অভিনেতা যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নীলাঞ্জনা শর্মার বিবাহ বিচ্ছেদের খবর চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। না এটি কোন ভুয়ো খবর নয়, নীলাঞ্জনা তার instagram আইডি থেকে যিশু সেনের পদবী সরিয়ে ফেলেছেন, তারই সঙ্গে তাদের দুজনের একসঙ্গে থাকা ছবিগুলোও মুছে ফেলেছেন তার আইডি থেকে। এটা দেখে ভক্তদের খটকা লাগাটা অস্বাভাবিক কিছু নয়।
জানা গেছে যীশু সেনগুপ্ত তার সহকারী শীনাল এর সাথেই সম্পর্কে জড়িয়েছেন, শুধুমাত্র তাই নয় সেই সহকারীর সাথে তিনি সহবাস পর্যন্ত করেছেন।যীশু সেনগুপ্ত এখনো স্ত্রী নীলাঞ্জনা ও মেয়ে জারা কে ইনস্টাগ্রামে ফলো করেন, কিন্তু নিলাঞ্জনা শর্মা অভিনেতা যিশু সেনকে আনফলো করেন , শুধু তাই নয় বড় মেয়ে জারাও বাবাকে আনফলো করেন।
জারা নিজের একটি ব্যবসা শুরু করেছেন, সে নিজে হাতে ব্রেসলেট বানিয়ে বিক্রি করে। কিছুদিন আগে যারা তার মাসি চন্দনা শর্মার সাথে একটি ভিডিও শেয়ার করেন সেখানে তার বানানো ব্রেসলেটের এর অ্যাড দেখা যায়। যারা অ্যাড টিতে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ অফারের কথাও জানায়। যীশু কন্যা জারা ইনস্টাগ্রামে একটি পেজ খোলে যেটির নাম @bitsandbeadworks. জারা তার এই ব্যবসাটি গত কয়েক মাস আগে চালু করেছে, বর্তমানে তার ফলোয়ার প্রায় ২০০-র কাছাকাছি।
জারার তৈরি ব্রেসলেটের মধ্যে ‘BE BOLD’ শব্দটি লেখা, এই ব্রেসলেট টি দেখে মা নীলাঞ্জনা শুভেচ্ছা জানান জারা কে। কয়েকদিন আগে যারা একটি লাল পাড় সাদা শাড়ি পড়ে ব়্যাম্পে হেঁটে ছিল এবং তার পাশে ছিলেন মা নিলাঞ্জনা ও মাসি চন্দনা শর্মা ।কিন্তু মেয়ের এত খুশির দিনে বাবা হয়েও আসেননি যীশু সেনগুপ্ত, যীশুর এরূপ আচরণ চোখে পড়ার মতন, এটা ভক্তগণের মনে নানান প্রশ্নের সৃষ্টি করেছে।
নীলাঞ্জনা শর্মা যীশুর সাথেই একটি প্রযোজনা সংস্থায় কাজ করতেন।, যেটির নাম Blue Water Motion Pictures. তবে কয়েকদিন আগে BFTA অ্যাওয়ার্ড পেয়েছেন নীলাঞ্জনা, সেদিনই তিনি জানিয়ে দেন তার নতুন নিজস্ব প্রযোজনা সংস্থার কথা। জানা গেছে নীলাঞ্জনা শর্মার প্রযোজনা সংস্থার নাম হবে ”নিনি চিনি’জ মাম্মাস প্রোডাকশন”। এমন নাম হওয়ার কারণ তার দুই মেয়ে সারা ও জারা, তাদের দুই বোনের ডাকনাম চিনি ও নিনি।
চিনি ও নিনি কে আঁকড়ে ধরেই নীলাঞ্জনা তার বাকি জীবনটা সুখে কাটাতে চান। তিনি জানান তার মা গত হওয়ার পরে তার দুই মেয়েই তাকে সামলে রেখেছে, এখন তারাই তার মা ,সে কারণেই তার প্রযোজনা সংস্থার নাম দুই মেয়ের নাম অনুযায়ী রেখেছেন।