ঘরের ছেলের আর ফেরা হল না ঘরে, জুবিনের মৃত্যুতে এবছর স্থগিত রাখা হল ব্রহ্মপুত্র ফিল্ম ফেস্টিভ্যাল

গত ১৯শে সেপ্টেম্বর এক আকস্মিক খবরে মন ভেঙে যায় ভারতীয়দের। কারণ ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের চিরতরে চলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই। আর তিনি হলেন জুবিন গর্গ। তার মৃত্যু আজ প্রায় এক মাস। আর এই এক মাসে ঘটে গিয়েছে অনেককিছু। এই মরশুমে অসমের আকাশ-বাতাস ভারী হয়ে আছে মন খারাপে। দীর্ঘ প্রায় এক মাস হলেও প্রিয় গায়কের মৃত্যু মেনে নিতে পারেননি অসমের মানুষ। ব্রহ্মপুত্র উপত্যকায় গায়কের অনুরাগীরা তাদের প্রিয় গায়কের নিথর দেহ থেকে চোখের জল আটকে রাখতে পারেননি।

সকলের মনে তখন একটাই অনুশোচনা, আর কোনদিন তারা তাদের প্রিয় গায়ককে দেখতে পাবেন না৷ অসমে জুবিন গর্গের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতন। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে অঘটন ঘটে যায়। শোনা যায়, জুবিন স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হন। যদিও পরে তা নিয়ে নানান জলঘোলা হয়েছে। একাধিক ব্যক্তি ইতিমধ্যে অসম পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এবার এরই মাঝে স্থগিত রাখা হল ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল।

জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসের ৪ঠা ডিসেম্বর থেকে ৭ই ডিসেম্বর পর্যন্ত ফিল্ম ফেস্টিভ্যাল হবে। এটি ব্রহ্মপুত্র ভ্যালির দশমতম ফিল্ম ফেস্টিভ্যাল। আর সেই কারণে আয়োজন ছিল বিশাল। কিন্তু এবছর সেই ফেস্টিভ্যাল স্থগিত রাখা হল। প্রয়াত জুবিন গর্গের মৃত্যুকে স্মরণীয় করে তুলতে ও তাকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে মৃত্যু হয় জুবিনের। ঘরের ছেলে আর ঘরে ফেরেনি।

1000213450 01

আর এই শোক কাটাতে এবার তাই ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠানে স্থগিত রাখা হল। এই প্রসঙ্গে অনুষ্ঠানের আয়োজকদের তরফে জানানো হয়েছে, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের দশম সংস্করণ, যা এবছরের ৪-৭ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটা ২০২৬ সালে করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অসম তার প্রিয় সাংস্কৃতিক আইকন, ভূমিপুত্রকে হারিয়েছে। আমরা সকলেই শোকাহত। তাই এই বছর আমাদের সিনেমা উদযাপন স্থগিত রাখাই সঠিক বলে মনে হয়েছে।।”

#zjbeengarg #bvff

error: Content is protected !!