জুবিন গর্গের মৃত্যু : ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য! ‘নিরাপত্তার অভাব ছিল’ বলছেন প্রয়াত গায়কের স্ত্রী গরিমা

জুবিনের মৃত্যুতে আরও ঘনীভূত হল রহস্য। একের পর এক গ্রেফতারে গায়কের মৃত্যু নিয়ে এবার নানান প্রশ্ন উঠেছে। একাধিক প্রশ্ন তুলেছেন প্রয়াত গায়কের স্ত্রী গরিমা। গত মাসে সিঙ্গাপুরে একটি গানের অনুষ্ঠানের জন্য হাজির হন জুবিন। কিন্তু সেই অনুষ্ঠান আর সম্পন্ন হয়নি। তার আগেরদিন স্কুবা ডাইভিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় জুবিনের। এরপর কেটে গিয়েছে অনেকগুলি দিন। দিন যত কেটেছে ততই ঘনীভূত হয়েছে রহস্য।

তবে বর্তমানে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন স্কুবা ডাইভিং নয়, বরং সাঁতার কাটতে গিয়েই মৃত্যু হয়েছে গায়কের। এর মাঝে জুবিনের ব্যান্ডের সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভ মোহান্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে, জুবিনের ল্যাজারুস দ্বীপে গিয়ে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন,
Akshay Kumar: সাইবার দুনিয়ায় হেনস্থার শিকার অক্ষয়ের মেয়ে নিতারা! নগ্ন ছবি চেয়ে মেসেজ

সেদিন ওই পার্টিতে জুবিনের ব্যান্ডের ওই দুই সদস্য উপস্থিত ছিলেন। এদিকে বুধবার দু’জনকে গ্রেফতার গুয়াহাটি আনা হয়েছে। অসম পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)র স্পেশাল ডিজিপি মুন্না প্রসাদ গুপ্তের তরফে জানানো হয়েছে, ওই দু’জনকে ১৪ দিনের পুলিশের হেফাজতে রাখা হবে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই বিষয়ে তিনি খোলসা করে কিছু বলেননি।

আরও পড়ুন,
Shreya Ghoshal: ‘আমার জীবনের ভালোবাসাকে জন্মদিনের শুভেচ্ছা’..স্বামীর জন্মদিনে বিশেষ পোস্ট শ্রেয়ার

এরই মাঝে প্রয়াত গায়কের স্ত্রী বলেন, শেষ মূহুর্তে জুবিনের সঙ্গে ঠিক কী হয়েছিল? কোন জায়গায় নিরাপত্তার ফাঁক থেকে গেলো, যার ফলে অকালে প্রয়াত হলেন গায়ক, এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন গায়কের স্ত্রী গরিমা। তিনি জানান, ওইদিন জুবিনের সঙ্গে যারা ছিলেন তাদের প্রত্যেককে উত্তর দিতে হবে। তার প্রশ্ন, সেদিন জুবিন সাঁতার কাটার অবস্থায় না থাকা সত্ত্বেও তাকে কেনে জলে নামানো হলো? তা না করলে হয়তো গায়ক আজ আমাদের মধ্যেই থাকতেন।

আরও পড়ুন,
১৪ বছর পর ফের ভারতে ফিরতে চলেছেন বিশ্বকাপজয়ী এলএম টেন, কলকাতায় কী কী কর্মসূচি রয়েছে তার? জানুন

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক