Kajol: আরো একবার আকর্ষণীয় লুকে ধরা দিলেন বলিউড অভিনেত্রী কাজল (Kajol)। তাকে দেখে কেউ বলতে পারবে না বয়স বাড়ছে। কারণ, আজও তিনি গুনে গুনে গোল দিতে পারেন কমবয়সী অভিনেত্রীদের। বর্তমানে একটি রিয়্যালিটি শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী।
তবে সেখানে পৌঁছানোর আগে নানান রকম ফটোশ্যুট করতে দেখা যায় তাকে। সেরকমই একটি ফটোশ্যুটে মেতে উঠেছিলেন তিনি। যেখানে দেখা যায় পরনে রয়েছে সাদা শার্ট এবং কালো স্কার্ট। চুল উঁচু করে বাঁধা, ঠোঁটে লাল লিপস্টিক। তবে সবথেকে বেশি নজর কেড়েছে ছবিতে দেওয়া ক্যাপশন।
কারণ, সেখানে তিনি লিখেছেন, ‘আজকের চিন্তন। সেক্সি থাকো এবং কারো দ্বারা খুন হয়ো না।’ যা দেখার পর তাতে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। বেশিরভাগ মানুষের মুখে একটাই কথা আজও তার জৌলুস ঝড় তুলতে পারে অনুরাগীদের বুকে।
এছাড়া অনেকে বলেছেন তার রূপের ঝলকে ঘায়েল হয়েছেন তারা। উল্লেখ্য, বর্তমানে ‘টু মাচ’ নামক রিয়্যালিটি শো সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। কাজল ছাড়াও সেখানে তাকে সঙ্গ দিতে রয়েছেন আরেক অভিনেত্রী টুইংকেল খান্না। যেখানে মূলত বলিউডের নামকরা তারকারা আসেন এবং তাদের সাথে নানান প্রশ্নতে মেতে ওঠেন দুই অভিনেত্রী।
ইতিমধ্যেই এই শো বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কারণ, সেখান থেকে বিভিন্ন তারকাদের ব্যক্তিগত জীবনের নানান সব অজানা কাহিনী ফুটে ওঠে। আর সেগুলি যে দর্শকেরা বেশ ভালোভাবেই উপভোগ করেন তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
#Kajol #Toomuch
