আর কোন রাখঢাক নয় সকলের সামনেই স্ত্রী শ্রীময়ীকে চুম্বন করলেন স্বামী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। যে ভিডিও তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তাদের বৈবাহিক জীবন সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল একটি সংবাদমাধ্যমের তরফ থেকে। যার শুরুতেই দেখা যায় কাঞ্চন স্ত্রী’র গালে চুম্বন করছেন।
যা দেখে শ্রীময়ী বলেন, ‘আপনারা কিন্তু অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যাবেন না। লাইসেন্স, ভিসা সব একজনের হাতেই।’ এরপর একে অপরকে গান গেয়ে শোনান দু’জনে। কাঞ্চন বলেন, ‘সব সম্পর্কে টক-ঝাল-মিষ্টি ব্যাপারটা থাকে। শুধুমাত্র মিষ্টি থাকবে সেরকম নয়। এমন কোনো দম্পতি নেই যাদের মধ্যে এই চানাচুরের মতোন ব্যাপারটা নেই।’
আরও পড়ুন,
মেয়ের প্রথম জন্মদিনে নিজের হাতে কেক বানিয়ে খাওয়ালেন দীপিকা! ভাগ করে নিলেন বিশেষ ছবি
এরপর যখন সঞ্চালিকা প্রশ্ন করেন কার ঝাল বেশি? উত্তরে শ্রীময়ী বলে ওঠেন, ‘আমার ঝাঁঝটাই বেশি। আমারটা যদি শুকনো লঙ্কার ঝাল হয় তাহলে কাঞ্চনের হলো কাঁচা টোপা লঙ্কার ঝাল। ও বুঝে গেছে সারা জীবন ওকে এই ঝালেই পুড়তে হবে। তাই ও সবকিছু আমার কাছেই সঁপে দিয়েছে।’
তবে এই ভিডিও উঠে আসছে নানা রকম কটাক্ষ করতে দেখা গিয়েছে নেটিজেনদের। কেউ কেউ বলেছেন, ‘পাবলিসিটি পাওয়ার জন্য এরা যা খুশি তাই করতে পারে।’ এখানেই শেষ নয় তাদের বয়সের দীর্ঘ ফারাক নিয়েও সমালোচনা করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ।
উল্লেখযোগ্য, দীর্ঘ ২৬ বছরের বয়সের ফারাক কাঞ্চন এবং শ্রীময়ীর। কাঞ্চন এই নিয়ে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন। যদিও তার জীবন নিয়ে নানান সমালোচনা হয়েছে তবে কখনোই সে বিষয়ে তোয়াক্কা করেননি তিনি। বর্তমানে কন্যা সন্তান কৃষভিকে নিয়ে সুখে সংসার করছেন শ্রীময়ী এবং কাঞ্চন।