গত শনিবার কন্যা সন্তানের জন্ম দিলেন টলিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আর এরপর থেকে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে চলছে চর্চা৷ তাদের সন্তান আসার কথা এর আগে কেউ বুঝতেই পারেননি৷ হঠাৎ করে সকলকে চমকে দিয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী নিজেই পোস্ট করে জানিয়েছেন তিনি এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয় শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিকের।
বিয়ের ৮ মাসের মধ্যে ঘরে এলো সন্তান। যদিও তাদের অনেকেই কটাক্ষ করেছেন। তবে সকলের কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের মতন করে ভালো আছেন তারা। যদিও একরত্তির ছবি পোস্ট করেননি তারা। তবে সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তানের নাম জানিয়েছেন তারা। নিজেদের মতন করে তারা সংসার করছেন। দুই থেকে তিন হওয়ার গল্প নিজেদের মতন করে সাজিয়ে চলেছেন কাঞ্চন ও শ্রীময়ী।
শ্রীময়ী তার বিয়ের পর নানান মূহুর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তা নিয়ে কে কি বলছেন সেসব বিশেষ পরোয়া করেন না তিনি। সন্তান জন্ম হওয়ার পর হাসপাতালের বেডে শুয়ে ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। তার সঙ্গে কাঞ্চনকেও দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে শ্রীময়ীকে আদর ও চুমুতে ভরিয়ে দিচ্ছেন কাঞ্চন। জানা গিয়েছে, মা ও মেয়ে দু’জনেই সুস্থ আছেন।
দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দে মুখে হাসি লেগে রয়েছে কাঞ্চনের। যদিও সকলকে অনেক পরে খবরটি দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি জানান, হঠাৎ করে শ্রীময়ীর কিছু অসুবিধা দেখা দেওয়ায় আচমকাই হাসপাতালে ভর্তি হতে হয়। তারপরই ডাক্তার বলেন সিজার করতে হবে। কালী পুজোর সময়েই ঘরে কন্যা সন্তান আসার জন্য তিনি বেশ খুশি।