Kanchan-Sreemoyee: একে অপরের সাথে খুশি নন কাঞ্চন মল্লিক (Kanchan) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee)। তাদের মনে রয়েছেন অন্য মানুষ। সেই কথাই জানালেন একটি সাক্ষাৎকারে। এবার হয়তো ভাবতে পারেন এইতো এতো কিছু সামলে সংসার করছেন দু’জনে। তাহলে এমন হঠাৎ কী হলো যে একে অপরের সাথে থাকতে চাইছেন না তারা? অন্য মানুষ হিসেবেই বা কারা প্রবেশ করেছেন তাদের জীবনে?
আসুন তাহলে বিষয়টি খোলসা করেই জানা যাক। আসলে সম্প্রতি একটি সাক্ষাৎকারে একসঙ্গে দেখা গিয়েছে তাদের। যেখানে এক মজার খেলা খেলেছিলেন সঞ্চালিকা। তাদের দু’জনের উদ্দেশ্য বলেন, ‘সকালে উঠে যদি তোমরা দেখো কাঞ্চন মেয়ে হয়ে গেছে আর শ্রীময়ী ছেলে, তাহলে তোমরা কী করবে?’
যা শোনার পর কাঞ্চন বলেন, ‘আমি তাহলে বাংলায় বুম্বাদাকে প্রপোজ করবো আর যদি বলিউডে বলা হয় তাহলে হৃত্বিককে। ওর গলা ধরে ঝুলে পড়বো।’ শ্রীময়ীকে একই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যদি ছেলে হই তাহলে আমি সৌরভ গাঙ্গুলীর মতোন হতে চাইবো। আমার যেন সেরকম অরা থাকে।’
‘যেন আমি যেদিকে তাকাবো, যা ভাববো সেটা আমার হয়ে যাবে। আর ছেলে হলে আমি আলিয়াকে ডেট করতে চাইবো।’ আসলে নিছক মজার ছলে তাদের সাথে এই খেলাটি খেলা হয়েছে। কোনো মনের মানুষ নেই তাদের বরং হাজার ঝড়-ঝাপটা সামলে একে অপরের সাথে চুটিয়ে সংসার করছেন এই জুটি।
উল্লেখযোগ্য, প্রথমে দু’বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও কাঞ্চনের সেই সংসারগুলি দীর্ঘস্থায়ী হয়নি। অবশেষে তৃতীয় স্ত্রী রূপে তিনি পেয়েছেন শ্রীময়ী চট্টরাজকে। অন্যদিকে বয়সে দ্বিগুণ কাঞ্চনকে ভালোবেসে বিয়ে করেছেন তিনি। এক কন্যা সন্তান নিয়ে তাদের সুখের সংসার।
#Kanchan #Sreemoyee
