শ্রদ্ধা জানানো হবে দেশের অজ্ঞাত নায়কদের, কঙ্গনার আগামী সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’

Bharat Bhhagya Viddhaata: তার নতুন সিনেমা ‘এমার্জেন্সি’ মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে, এর মাঝেই আগামী সিনেমার ঘোষণা করলেন অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। যার নাম হবে ‘ভারত ভাগ্য বিধাতা’। যার চিত্রনাট্য লেখা এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন মনোজ তাপাডিয়া। সিনেমাটির নির্মাতা এবং কঙ্গনা যৌথভাবে এই খবর প্রকাশ্যে এনেছেন সোশ্যাল মিডিয়ায়।

যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তারা। রয়েছেন এই সিনেমার টিমের বেশ কিছু সদস্য। কঙ্গনা এবং মনোজের সাথে দেখা গিয়েছে প্রযোজক ববিতা আশিওয়াল এবং আদি শর্মাকে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘কঙ্গনা রাণাওয়াত আমাদের ব্যানারের শিরোনাম হতে চলেছেন।’

‘ভীষণই আনন্দের সাথে জানাচ্ছি যে ভারত ভাগ্য বিধাতা আসতে চলেছে। যেখানে শ্রদ্ধা জানানো হবে আমাদের দেশের অজ্ঞাত নায়কদের। প্রথমবারের জন্য আমরা ববিতা আশিওয়াল এবং আদি শর্মা প্রযোজনা করতে চলেছি। যেখানে থাকবেন অত্যন্ত গুণী অভিনেত্রী কঙ্গনা রাণাওয়াত। আর সিনেমাটি পরিচালনা করবেন দূরদর্শী পরিচালক মনোজ তাপাডিয়া।’

অন্যদিকে কঙ্গনা এক্স-হ্যান্ডেলে এই বিষয়ে একটি পোস্ট করেছেন। যেখানে ঘোষণা করেছেন তার এই নতুন সিনেমার। ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তব জীবনের বীরত্বের বড়ো পর্দায় অভিজ্ঞতা নিন। আনন্দের সাথে আমি এই সিনেমা ভারত ভাগ্য বিধাতার ঘোষণা করছি।’

অন্যদিকে যদি আমরা তার সিনেমা ‘এমার্জেন্সি’ দেখি তাহলে সেটি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের তরফ থেকে। তিনি অভিনয় করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। এই সিনেমা তিনি নিজেই পরিচালনা করেছেন। তিনি ছাড়াও তাতে অভিনয় করেছেন মহিমা চৌধুরী, অনুপম খের, মিলিন্দ সোমান প্রমুখ। প্রাথমিকভাবে সেটির মুক্তির তারিখ সেট করা হয়েছিল ৬ই সেপ্টেম্বর।

আরও পড়ুন,
*নয়া ইতিহাস, ৭ মাসের অন্তঃসত্ত্বা তিরন্দাজের জোড়া পদক প্যারালিম্পিক্সে