ভারতে ছোটো পর্দার তারকাদের মধ্যে সবথেকে বেশি উপার্জনকারী যতজন রয়েছেন তাদের মধ্যে তালিকার একেবারে শীর্ষে রয়েছেন কপিল শর্মা। জানা গিয়েছে, কপিল শর্মা ৩০০ কোটি টাকার মালিক। প্রথম কাজ করে বেতন পেয়েছিলেন ৫০০ টাকা। একসময় প্রতিযোগী হিসেবে শো’য়ে অংশ নিলেও বর্তমানে তিনি শো-এর পরিচালক হিসেবে কাজ করেন। আর তার জন্য মোটা পারিশ্রমিক নেন তিনি।
১৯৮১ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহন করেন কপিল শর্মা। ছোটোবেলা থেকেই তার অভিনয়ের প্রতি আকর্ষণ ছিল। তিনি অভিনয় করতে চাইতেন। তার বাবা মা চাইতেন ছেলের স্বপ্ন পূরণ হোক। ২০০১ সালে বড় পর্দায় মুক্তি পায় ‘গদর’ ছবিটি। ছবিতে অভিনয় করেছেন আমিশা প্যাটেল ও সানি দেওল। এই ছবিটির শ্যুটিং হয়েছিল পাঞ্জাবের অমৃতসরে। ছবিটি পরিচালনা করেছেন অনিল শর্মা।
এই ছবির অ্যাকশন ডিরেক্টর ছিলেন তিনু বর্মা। বাবার নির্দেশে কপিল ছবির সেটের আশেপাশে ঘোরাফেরা করছিলেন। ছবিতে একটি দৌড়ের দৃশ্যে অভিনয় করেছিলেন কপিল শর্মা। সেইসময় তিনুর কাছে চড় খেয়েছিলেন তিনি। তারপর কপিলকে সেট থেকে বের করে দিয়েছিলেন তিনু। এই বিষয়ে তিনু নিজেও এক সাক্ষাৎকার দেন।
সেখানে তিনি বলেন, “আমি কপিলকে বলছিলাম এক দিকে দৌড়নোর জন্য। কিন্তু ও অন্য দিকে দৌড় দিয়েছিল। পরে আবার কপিলের জন্য শট নিতে হয়েছিল। আবার অন্য দিকে দৌড়েছিল কপিল। খুব রাগ হয়েছিল তখন। ওর গালে চড় মেরে সেট থেকে বার করে দিয়েছিলাম আমি।” এই বিষয়ে কপিল বলেন, সেইসময় তিনি বেশ খুশি ছিলেন যে তাকে সিনেমায় দেখা যাবে। আর তাই তিনি তার বন্ধুদের নিয়ে প্রেক্ষাগৃহে যান।
কিন্তু সিনেমা হলে সিনেমা দেখার সময় আশাহত হন। তিনি লক্ষ্য করেন, যেই দৃশ্যে তিনি ছিলেন সেটি বাদ দেওয়া হয়েছে। এরপর ২০০৭ সালে তিনি প্রথম কমেডি শোয়ের প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে বিজয়ী হওয়ার পর ১০ লক্ষ টাকা পুরস্কার পান। এরপর ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিটি প্রতিযোগিতায় তিনি জেতেন।
এরপর ২০১৩ সাল থেকে তিনি কমেডি শো’য়ে অনুষ্ঠান সঞ্চালনা করতে শুরু করেন। তবে শুধু অনুষ্ঠান সঞ্চালনা নয়, বড় পর্দাতেও তিনি কাজ করেছেন। তার প্রথম অভিনীত ছবি ‘কিস কিস কো প্যায়ার করু’। ২০১৫ সালে ছবিটি মুক্তি পায়। এর পাশাপাশি আরও একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। তার সঞ্চালিত কমেডি শো এতই জনপ্রিয় হয়ে যায় যে তা ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার হওয়া শুরু হয়।
বলিউড সূত্রে খবর, প্রতিটি পর্ব সঞ্চালনা করে কপিল পাঁচ কোটি টাকা আয় করেন। তার সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি টাকা। এছাড়া মুম্বাইয়ের অন্ধেরিতে তার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। যার বাজার মূল্য ১৫ কোটি টাকা। বিনোদন জগতের সমস্ত তারকাদের থেকে সবথেকে বেশি আয় করেন কপিল শর্মা।