বলিউডের সফল পরিচালক, প্রযোজক করণ জোহরের নামের আগে দীর্ঘদিন জুড়ে ছিল ‘নেপোকিডদের গডফাদার’ তকমা। হাতে গোনা কয়েকজন তারকা সন্তানকে লঞ্চ করলেও করণের হাত ধরে বহু নতুন প্রতিভাও উঠে এসেছে—এ কথা জানে সিনেপাড়া। তবু তাঁকে ঘিরে ‘মুভি মাফিয়া’ অভিযোগ, হেট ক্যাম্পেইন, ট্রোলিং—এসবই গত কয়েক বছরে যেন এক ভয়াবহ ঝড়ের মতো এসে আঘাত হানে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে।
কঙ্গনার কটাক্ষের পর বাড়ল বিতর্ক
কঙ্গনা রানাওয়াতের প্রকাশ্য আক্রমণের পর করণকে ‘মুভি মাফিয়া’ বলার চল আরও জোরালো হয়। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টেলিভিশন—সব জায়গায় তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। নানা কুৎসা, অভিযোগ, গালিগালাজ পৌঁছে যায় তাঁর পরিবার পর্যন্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা অকপটে বলেছেন করণ।
‘মায়ের অবস্থা দেখে আমি ভেঙে পড়তাম’
করণ বলেন,
“শেষ তিন বছরে আমায় নিয়ে এত ঘৃণা ছড়িয়েছে যে আমার মায়ের ওপর ভয়ানক মানসিক চাপ পড়েছিল। টিভিতে আমার নামে চিৎকার-গালিগালাজ দেখলে তিনি যেন এক শান্ত জোনে চলে যেতেন। অনলাইনে সব পড়তেন, আর চুপ করে থাকতেন।”
মায়ের আতঙ্ক আর চাপ দেখে করণই বেশি ব্যথিত ছিলেন। পরিবারের সামনে তাঁর অসহায় অবস্থার কথা আজও ভুলতে পারেন না পরিচালক।
‘নিজেকে নগ্ন মনে হতো, সবকিছু যেন প্রকাশ্যে’
সেই সময়টা তাঁর কাছে যেন এক মানসিক যুদ্ধক্ষেত্র। করণ বলেন,
“নিজেকে নগ্ন মনে হতো। সবাই যেন আমায় উলঙ্গ করে দিয়েছে। লুকোনোর কিছুই আর বাকি নেই। প্রত্যেকে আমায় নিয়ে আলোচনা করে, বিচার করে। অথচ কেউ জানে না আমি মানুষ হিসেবে কেমন।”
তিনি আরও জানান, একজন প্রযোজকের লড়াই কতটা কঠিন, তা অনেকেই বোঝেন না।
পরিস্থিতি ঘুরে দাঁড়িয়েছে
এক সময় তাঁর ছবিকে কেন্দ্র করে উঠেছিল বয়কটের ডাক। সামাজিক মাধ্যমে ট্রোলিং ছিল নিত্যদিনের ঘটনা। তবে পরিস্থিতি ক্রমে বদলেছে। বলিউডের অন্দরমহলে এখন অনেকটাই স্বাভাবিকতা ফিরেছে। করণ জোহরের একাধিক নতুন প্রজেক্ট নিয়েও চলছে আলোচনা।
লড়াই সত্ত্বেও এগিয়ে চলা
সমালোচনা, ট্রোলিং, ব্যক্তিগত আঘাত—সব পেরিয়েও করণ বলেছেন, তিনি নিজেকে শক্ত রেখেছিলেন শুধু নিজের জন্য নয়, মায়ের জন্যও।
যতই বিতর্ক হোক, বলিউডে নতুন প্রতিভা তুলে আনার লড়াই তিনি থামাননি।
