গ্রীসে গিয়ে লুঙ্গি ডান্স করেছেন অভিনেত্রী করিনা কাপুর খান! সম্প্রতি এই চমকে দেওয়া তথ্যই প্রকাশ করেছেন তিনি। বেবো মানেই কিছু না কিছু নতুনত্ব। তার ফ্যাশন সেন্স নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। সেরকমই একটি নতুন ফ্যাশনের ঝলক দেখিয়েছেন দর্শকদের।
হয়তো অনেকেই জানেন স্বপরিবারে বিদেশ ভ্রমণে গিয়েছেন এই অভিনেত্রী। এই কিছুদিন আগে তিনি লন্ডন থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন। সমুদ্রসৈকতে রীতিমতো আগুন ঝরিয়েছিলেন তার মনোকিনি পোশাকে। আর এবার পৌঁছে গিয়েছেন গ্রীসে।
সেখানেও বেশ উপভোগ করেছেন তিনি। বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। সাথে ক্যাপশনে লিখেছেন, ‘গ্রীসে গিয়ে লুঙ্গি ড্যান্স করেছি। ভীষণই মজা হলো। আপনারাও একবার এটি ট্রাই করে দেখুন।’ আসলে তার পরনে ছিল লুঙ্গির মতোন দেখতে একটি স্কার্ট।
সেই কারণেই এই ক্যাপশন দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। সাথে উর্ধাঙ্গে পরেছেন বিকিনি টপ। এখানেও তাকে সমুদ্রসৈকতেই একাধিক ভঙ্গিমায় পোজ দিতে দেখা গিয়েছে। আর তাকে দেখে বোঝার উপায় নেই বয়স বাড়ছে। কারণ, নিজেকে এতোটাই মেইন্টেন করে রেখেছেন তিনি।
এই পোশাকে তাকে দেখার পর বেশ মজাদার মন্তব্য করতে দেখা গিয়েছে বলিউডের একাধিক তারকাদের। এছাড়াও ভক্তরা তাকে প্রশংসায় ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য, বলিউডের প্রথমসারির অভিনেত্রী হলেন করিনা। ইতিমধ্যেই বলিউডে ২৫ বছর সম্পূর্ণ করে ফেলেছেন। যে কথা কয়েকদিন আগেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে স্বামী, সন্তান, সংসার ও কাজ সব সমানতালে চালিয়ে যাচ্ছেন।