‘আপনার কি গাড়ি নেই?’ ২০ বছর পর ট্রেনে কৌশানী, নেটিজেনদের কটাক্ষের ঝড়

দীর্ঘ ২০ বছর পর ট্রেনে চড়লেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। ভিডিয়ো ভাইরাল হতেই প্রশ্ন ও কটাক্ষের বন্যা সোশ্যাল মিডিয়ায়।

দীর্ঘ দুই দশক পর ট্রেনে চড়লেন কৌশানী মুখোপাধ্যায়। সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো, আর তাতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়। একাংশের প্রশ্ন—“আপনার কি গাড়ি নেই?” কেউ লিখেছেন, “শেষ বার ট্রেনে উঠেছিলেন কোন বয়সে?” আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, “সবাই এখন ট্রেনে চেপে নাটক শুরু করেছেন!”

অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়
অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়

নায়ক-নায়িকাদের ট্রেনে ভ্রমণ করা সচরাচর দেখা যায় না। সাধারণত দূরে যাতায়াতের ক্ষেত্রে বিমানের বা ব্যক্তিগত গাড়ির উপরই নির্ভর করেন তারকারা। তাই কৌশানীর ট্রেনযাত্রা ঘিরে কৌতূহল ছিল তুঙ্গে।

তবে এই সমালোচনায় অভিনেত্রী নির্বিকার। আগেও বহুবার কৌশানী জানিয়েছেন, নেতিবাচক মন্তব্য তাঁকে প্রভাবিত করে না। তাই নেটিজেনদের কটাক্ষে কোনও প্রতিক্রিয়া জানাননি তিনি।

বিনোদন
‘মা হব না’ মন্তব্যে কড়া জবাব সোহিনীর, জানালেন আসল সত্য

#KoushaniMukherjee #BengaliActress #ViralVideo #TrainJourney #SocialMedia #BengaliNews #Tollywood #TrendingNow #CelebrityNews

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক