KBC 17: ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-এ অমিতাভকে সরাসরি জানালেন দিলজিৎ দোসাঞ্জ, তাঁর ‘সওদাগর’ সিনেমাটি কেন একেবারেই ভালো লাগেনি। হাসিতে ভরল সেট।
পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ এবার হাজির হচ্ছেন অমিতাভ বচ্চন সঞ্চালিত জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’-তে। শো-এর নির্মাতারা প্রকাশ করেছেন একটি মজার ক্লিপ, যেখানে দিলজিৎ অকপটে জানিয়েছেন কেন বিগ বি-র একটি সিনেমা তাঁর একেবারেই ভালো লাগেনি।
ক্লিপে দেখা যায়, দিলজিৎ বলেন,
> “যখন আপনার সিনেমা আসত, আমি ভাবতাম — অবশেষে দারুণ অ্যাকশন দেখা যাবে! কিন্তু স্যার, আপনার একটি সিনেমা আমার ভালো লাগেনি — সওদাগর!”
অমিতাভ বচ্চন এ কথা শুনে অবাক হলেও পরে দিলজিৎ তার কারণও ব্যাখ্যা করেন। তিনি মজা করে বলেন,
> “সেই সিনেমায় ঘোষণা হয়েছিল যে আপনার নতুন সিনেমা আসছে, কিন্তু দেখা গেল আপনি গুড় বিক্রি করছেন, স্যার!”
অমিতাভও দিলজিতের এই সরল স্বীকারোক্তিতে হাসি থামাতে পারেননি।
১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সওদাগর’, পরিচালনা করেছিলেন সুধেন্দু রায়। ছবিটি নরেন্দ্রনাথ মিত্রের ছোটগল্প ‘রস’ অবলম্বনে নির্মিত হয়েছিল। এতে অমিতাভ অভিনয় করেছিলেন এক গুড় বিক্রেতা মতি চরিত্রে। যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি, তবে এটি ভারতের তরফে ৪৬তম একাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশি ভাষার ছবির জন্য মনোনয়নের জন্য পাঠানো হয়েছিল।
কেবিসি ১৭-এর ওই পর্বে দিলজিৎ তাঁর সাম্প্রতিক পাঞ্জাব বন্যা ত্রাণে দাতব্য কাজ নিয়েও কথা বলবেন। হাসি-মজা আর আবেগে ভরপুর পর্বটি সম্প্রচারিত হবে ৩১ অক্টোবর রাত ৯টায় সোনি টিভিতে।
বিনোদন
পুরুষের অহং সামলাতে বিশেষ কৌশল অবলম্বন করেন জাহ্নবী কাপুর, কী সেই টেকনিক? জানুন
#DiljitDosanjh #AmitabhBachchan #KBC17 #Saudagar #Bollywood #SonyTV #PunjabiSinger #EntertainmentNews #BigB
