‘খাদান’ বাস রওনা দিলো দুর্গাপুরের উদ্দেশ্যে! যাত্রী দেব, যীশু ও অন্যান্যরা

নারকেল ফাটিয়ে ‘খাদান’এর গোটা টিম বাসে করে রওনা হলো দুর্গাপুরের উদ্দেশ্যে। সম্প্রতি সেই ভিডিও উঠে এসেছে একাধিক সোশ্যাল মিডিয়া পেজে। হয়তো অনেকেই জানেন খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দেব এবং যীশু অভিনীত ‘খাদান।’

দীর্ঘ প্রতীক্ষিত এই সিনেমা নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের মনে। কারণ, বেশ কিছু সময় ধরে এই সিনেমার শ্যুটিং চলছে। ইতিমধ্যে সিনেমার ট্রেলার, টিজার এবং মুক্তির তারিখ প্রকাশ্যে এসেছে। এই মাসের ২০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘খাদান।’

আপাতত সিনেমার কলাকুশলীরা জোরকদমে চালিয়ে যাচ্ছেন সিনেমার প্রমোশন। এই যেমন দুর্গাপুরে প্রমোশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। তবে বেশ অন্যরকমভাবে প্রমোশন শুরু করেছে ‘খাদান’ টিম। একটি বাসে করে সকলে মিলে দুর্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।

বাসের সামনে বড়ো বড়ো করে লেখা রয়েছে ‘খাদান’। যে ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায় নারকেল ফাটিয়ে বাস ট্যুরের শুভ সূচনা করেন দেব। এরপরে দেব, যীশু এবং অন্যান্য কলাকুশলীদের বাসে উঠতে দেখা যায়। তাদের ঘিরে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

‘খাদান’ সিনেমাটি মূলত বালির খাদান নিয়ে যে রাজনীতি চলে সে নিয়ে তৈরি হয়েছে। সিনেমাটি শ্যুটিং করা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। জানা গিয়েছে, দুর্গাপুরের পার্শ্ববর্তী এলাকা-সহ দামোদরের বেশ কিছু অঞ্চলে শ্যুটিং সম্পন্ন হয়েছে। আপাতত সিনেমা মুক্তির অপেক্ষাতেই রয়েছেন দর্শকেরা।