শুরু হয়েছে ‘খাদান’ সিনেমার সিঙ্গেল স্ক্রিন ট্যুর, তারই প্রথম দিনে বাগনান পৌঁছেছিল গোটা টিম। যেখানে মানুষের এতটাই ভীড় নেমেছিল যে তা সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে। সম্প্রতি তারই ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে ‘খাদান’ সিনেমা নিয়ে কী পরিমাণ উত্তেজনা রয়েছে দর্শকদের মাঝে তা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। সিনেমাটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে মুক্তি পাওয়ার কয়েক দিনের মধ্যেই সেটি বক্সঅফিসে ১৫ কোটির ব্যবসা করে ফেলেছে।
এর আগে সিনেমার প্রমোশনের সময় গোটা বাংলা জুড়ে গোটা টিম উপস্থিত হয়েছিল। আর এবার বেঙ্গল সিঙ্গেল স্ক্রিনের ট্যুর শুরু করতে তার প্রথম দিন হাজির হয়েছিল হাওড়ার বাগনানে। সেখানে রাস্তায় রীতিমতো জনজোয়ার দেখা যায়।
পথে সকলের সাথে দেখা করার পর সমস্ত কলাকুশলীরা পৌঁছেছিলেন প্রেক্ষাগৃহে। সেখানেও ছিল ভীড় চোখে পড়ার মতোন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। যেখানে দেখা যায় দেব একটি প্রেক্ষাগৃহের মধ্যে গিয়ে সকলের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং শেষে একটি ফুলের তোড়া ছুঁড়ে দেন সকলের উদ্দেশ্যে।
সেখানে কিছুক্ষণ থেকে তারপর বেরিয়ে যান অন্য গন্তব্যের উদ্দেশ্যে। যদিও তারা এই ট্যুরের আওতায় কোথায় কোথায় যাবেন তা এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে গোটা বাংলা জুড়েই সেটি চলবে। উল্লেখযোগ্য, গত মাসে মুক্তি পেয়েছে দেব, যীশু সেনগুপ্ত অভিনীত সিনেমা ‘খাদান।’ মুক্তি পাওয়ার পর থেকে এখনো রমরমিয়ে ব্যবসা করে চলেছে বক্সঅফিসে।
আরও পড়ুন,
*পড়ুয়া শূন্য স্কুল দেশের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে, রিপোর্ট প্রকাশ করল কেন্দ্র