কানাডায় এবার হিন্দু মন্দিরে চলল ভাঙচুর। এর পাশাপাশি হিন্দু ভক্তদের বেধড়ক মারের পাশাপাশি খালিস্তানি তান্ডব চালানো হলো মন্দির জুড়ে৷ এই ঘটনায় কড়া নিন্দা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার কথায়, প্রত্যেক কানাডিয়ানদের তাদের নিজেদের ধর্ম পালন করার অধিকার রয়েছে। এমন ধরনের ঘটনা কখনোই বরদাস্ত করা হবে না। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সেই ভিডিও দেখার পর সকলকেই হতবাক। যেখানে দেখা যাচ্ছে, কিছু মানুষ খালিস্তানি পতাকা নিয়ে মন্দিরে ঢুকে ভক্তদের মারধর করতে শুরু করে। ওই মন্দিরটি ছিলো হিন্দু ধর্মের মন্দির। মন্দিরে ঢুকে হিন্দুদের এভাবে মারধর করার ঘটনায় গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনাটি ঘটেছে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দির কমপ্লেক্সে।
এই ঘটনা কানে পৌঁছেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও কানাডার সাংসদ চন্দ্র আর্যের। তারা দু’জনেই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এই ঘটনায় ভারতের তরফে নিন্দা করা হয়েছে। ভারতীয় হাইকমিশন একটু বিবৃতিতে জানিয়েছে, “টরন্টোর কাছে ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরের যে ধরণের হিংসাত্মক ঘটনা ঘটেছি তা উদ্বেগের। কানাডার বর্তমান নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কানাডিয়ান কর্তৃপক্ষকে এই ধরণের ঘটনা বন্ধের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থার অনুরোধ জানানো হচ্ছে।”
https://twitter.com/i/status/1853159545016659994
এদিকে কানাডায় এমন পরিস্থিতিতে কানাডিয়ান পুলিশের বিরুদ্ধে খালিস্তানিদের ‘রক্ষা’-র অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, এমন একটি নিন্দনীয় ঘটনা ঘটার পরও পুলিশের তরফে কাউকে গ্রেফতার করা হয়নি৷ গোটা ঘটনা প্রকাশ্যে এলেও পুলিশ এখনও কাউকে শনাক্ত করতে পারেনি৷
সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি জানিয়েছেন, “‘আজ ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে যে হিংসার ঘটনা ঘটেছে তা বরদাস্ত করা হবে না।” এই ঘটনায় হিংসা ছড়িয়েছে এলাকা জুড়ে। গোটা বিশ্বের মানুষ ঘটনার নিন্দা জানিয়েছেন।