প্রেমে মজে দুই তারকা, লাল বিকিনি পরনে বেদাঙ্গের জন্য কি করলেন খুশি?

বলিউডে নতুন প্রেমের জুটির রসায়ন যে বেশ ভালো জমে উঠেছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ তারা হলেন বলিউডেড নতুন তারকা খুশি কাপুর ও বেদাঙ্গ রায়না। বয়স কম হলেও ইতিমধ্যে তাদের সকলে বলিউডের পাওয়ার কাপল বলে ডাকতে শুরু করেছেন। এর পাশাপাশি বেদাঙ্গকে অনেকেই ‘কেয়ারিং’ বলতে শুরু করেছেন। খুশিকে বেশ আগলে রাখতে দেখা যায় তাকে।

তবে প্রকাশ্যে এখনও কেউই কিছু বলেননি। তবে আপাতত বলিউডের এই নতুন গুঞ্জনে যে একেবারে ভেজাল নেই তা স্পষ্ট। কারণ সম্প্রতি এমনই এক প্রমাণ পাওয়া গিয়েছে। কিছুদিন আগে বিদেশ থেকে ঘুরে এলেন খুশি কাপুর। বর সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভোলেননি অভিনেত্রী। কিন্তু সকলের নজর যদিও ছিলো অন্যদিকে।

ছবিতে খুশিকে বিকিনি পরিহিত অবস্থায় দেখা গিয়েছে বিলাসবহুল ভ্রমণের ছবিতে নানান মুডে দেখা গিয়েছে তাকে। তবে বিকিনি পরিহিত ছবিতে খুশির চেয়ে তার হাতে থাকে ব্রেসলেটের দিকে সকলে বেশি দৃষ্টি দিয়েছেন। ছবিতে খুশিকে লাল রঙের বিকিনিতে দেখা গিয়েছে। সঙ্গে হাতে যে ব্রেসলেট পরে রয়েছেন তাতে বেদাঙ্গের নাম খোদাই করা রয়েছে।

খুশির হাতে থাকা ব্রেসলেটে বেদাঙ্গের নাম দেখে অনেকেই নিশ্চিত হয়েছেন তারা আপাতত সম্পর্কে রয়েছেন। আর এরপর বেদাঙ্গের ছবিতে তা নিয়ে অনেকে মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “খুশির ব্রেসলেটে আপনার নাম স্পষ্ট। এ বার অন্তত নিজেকে ‘সিঙ্গল’ বলা বন্ধ করুন।”

যদিও তারা দু’জনে প্রকাশ্যে এখনও কেউ প্রেমের কথা স্বীকার করেননি। কিছুদিন আগে বেদাঙ্গের নতুন ছবি ‘জিগরা’ মুক্তি পেয়েছে। সেই ছবির এক সাক্ষাৎকারে তাকে সম্পর্ক নিয়ে জিগ্যেস করলে তিনি বলেন, তিনি এখন প্রেম নিয়ে কিছু ভাবছেন না৷ বরং তিনি এখন কাজে মন দিয়েছেন। সেটিই এখন তার মূল লক্ষ্য। তবে খুশির হাতের ব্রেসলেট দেখে অনেকেই বেদাঙ্গের কথাকে সত্যি বলে মনে করছেন না৷

error: Content is protected !!