পুরনো দিনের একটি ছবি পোস্ট করে স্মৃতি রোমন্থন করলেন অভিনেত্রী নোরা ফাতেহি! স্কুল-কলেজে পড়াকালীন সময় আমাদের সকলের জীবনেই বিশেষ স্থান দখল করে রাখে, ব্যতিক্রমী নন এই অভিনেত্রীও। তাইতো স্কুল জীবনের একটি ছবি পোস্ট করে পুরনো দিনের কথা মনে করেছেন তিনি।
ছবিতে দেখা যাচ্ছে চার বান্ধবী মিলে একটি পারফরমেন্সের জন্য তৈরি হয়েছেন। যা শুরুর আগে ছবিটি তোলা হয়েছিল। ক্যাপশনে লিখেছেন, ‘অবিশ্বাস্য! আমরা অনেক পেছনে চলে গেলাম। ১৭ বছর বয়সী আমি আমার স্কুলের বান্ধবীদের সাথে পারফরম্যান্স করার জন্য রেডি হয়েছি। আমরা অনেক সপ্তাহ ধরে প্র্যাকটিস করেছিলাম।’
‘আমি তাদের সবকিছু শিখিয়েছিলাম এবং আমাদের এই পোশাক সাথে রেখেছিলাম যাতে আমরা আমাদের স্কুলের অনুষ্ঠানে বেলি ড্যান্স করতে পারি। কিছু জিনিস কখনো পাল্টায় না। আর হ্যাঁ, এই গানেও আমরা পারফর্ম করেছিলাম।’
তাদের এই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি তারা এটা জেনে অবাক হয়েছেন যে এতো অল্প বয়স থেকেই নাচের সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী। অন্যদিকে এই ছবিতে থাকা তার এক বান্ধবীকে আবার তার পোস্টে মন্তব্য করতেও দেখা গিয়েছে। তিনি সেখানে বলেন এতোদিন হয়ে গিয়েছে বোঝাই যায় না।
অনেকে আবার মজার ছলে অভিনেত্রীকে জিজ্ঞেস করেছেন এই ছবিতে তিনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন? উল্লেখযোগ্য, সিনেমায় নাচের পাশাপাশি নোরাকে বিভিন্ন স্টেজ শো করতেও দেখা যায়। স্টেজ শো’য়ের কারণে তিনি বিভিন্ন দেশে পৌঁছে যান তিনি। সেখানেও তার ভক্তদের সংখ্যা চোখে পড়ার মতোন।
আরও পড়ুন,
*Video: যুবতীর মাথায় সিসিটিভি ক্যামেরা! কন্যার নিরাপত্তায় অভিনব পদক্ষেপ এক ব্যক্তির