Koel: একটা সিনেমা করেই টলিউড ছাড়ার কথা ভেবেছিলেন কোয়েল! জানালেন চাঞ্চল্যকর তথ্য

Koel: প্রথম সিনেমা করার পর ওটাই নাকি শেষ সিনেমা মনে হয়েছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের (Koel)। সম্প্রতি কেরিয়ারের অনিশ্চয়তার কথা জানালেন তিনি। বর্তমানে আগামী সিনেমা ‘স্বার্থপর’এর জোরকদমে প্রচার করছেন অভিনেত্রী। তার দৌলতেই জীবনের নানান সব তথ্য একে একে উঠে আসছে।

সম্প্রতি সেরকমই একটি সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি যখন প্রথম অভিনয় জগতে আসি তখন মনে হয়েছিল ওটাই আমার শেষ সিনেমা। ঈশ্বরের আশীর্বাদে আমি একটা কাজ পেয়েছি। তবে ধীরে ধীরে যখন একের পর একটা কাজ আসতে থাকলো তখন বুঝলাম সবটাই মানুষের ভালোবাসা, আশীর্বাদ। দেখতে দেখতে কুড়ি বছর হয়ে গেলো।’

আসলে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও সবসময় মাটির মানুষ হিসেবেই পরিচিত কোয়েল। কখনোই তার মধ্যে ঔদ্ধত্য বা অহংকারের বিন্দুমাত্র উপস্থিতি লক্ষ্য করা যায় না। বরাবর তিনি কৃতজ্ঞ থেকেছেন দর্শকদের প্রতি, যারা তাকে তারকা বানিয়েছেন। যদিও পূর্ব পরিচিতির কারণে তিনি কাজ পেয়েছেন।

তবে সেই জনপ্রিয়তা ধরে রাখার জন্য তাকে দিনরাত পরিশ্রম করতে হয়েছে। যে বিষয়টি বারবার জানিয়েছেন তিনি। কখনোই অস্বীকার করেননি, যে তার অভিনয় জীবনে প্রবেশ খুবই সহজ ছিল। তবে সাথে এও জানিয়েছেন এরপরই আসল যাত্রা শুরু হয়েছে। প্রচুর কাজ করেছেন এই পথটুকু পার করার জন্য।

অন্যদিকে তার নতুন সিনেমার ‘স্বার্থপর’এ বাবা রঞ্জিত মল্লিককেও দেখা যাবে। এই সিনেমা মূলত বাস্তব জীবনের একটি কাহিনী। যা দেখতে সামান্য হলেও প্রভাব অনেক বেশি। ভাই-বোনের অধিকারের লড়াই। বিয়ের পর কীভাবে মেয়েরা পর হয়ে যায় এবং সবকিছু থেকে বঞ্চিত হয়ে যায় সেই বিষয়ে তুলে ধরা হবে এই সিনেমায়।

#koel #swarthopor #tollywood

error: Content is protected !!