Kolkata Metro: দিল্লির তুলনায় এখনও অনেকটাই পিছিয়ে থাকলেও দ্রুতগতিতে সামনে এগোচ্ছে কলকাতা মেট্রো। বর্তমানে শহরে মেট্রোর মোট পরিষেবা বিস্তার ৭২ কিলোমিটার। আগামী বছরই আরও ১৯ কিলোমিটার যোগ হতে চলেছে বলে জানিয়েছেন সংস্থার জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র। একসময় মাত্র ৩.৫ কিলোমিটার পথে চলা কলকাতা মেট্রোর সম্প্রসারণ আজ বহু গুণ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এই সংখ্যা পৌঁছেছে ৭২ কিলোমিটারে। ইতিমধ্যেই ব্লু লাইনের পাশাপাশি গ্রিন ও অরেঞ্জ লাইন চালু হয়েছে। দ্রুতগতিতে কাজ এগোচ্ছে ইয়েলো ও পার্পল লাইনেরও।
দিল্লি বনাম কলকাতা: কোথায় তফাত?
ভারতের প্রথম মেট্রো হলেও দৈর্ঘ্যে এখনো দিল্লির বহু পিছনে কলকাতা। দিল্লিতে যেখানে মেট্রোর বিস্তার ৩৫২ কিলোমিটার, সেখানে কলকাতায় মাত্র ৭২ কিলোমিটার। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, আগামী বছর নতুন ১৯ কিলোমিটার যুক্ত হওয়ার পর ধাপে ধাপে পরিষেবা বিস্তার বাড়িয়ে ১৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর পরিকল্পনা রয়েছে।
কোন কোন লাইনে চলছে পরিষেবা?
বর্তমানে ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো চলছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত গ্রিন লাইন চালু। এয়ারপোর্ট-নোয়াপাড়া অংশেও পরিষেবা চলছে। পাশাপাশি তারাতলার দিকেও আংশিক পরিষেবা রয়েছে। অরেঞ্জ লাইনের কিছু অংশেও ট্রেন চলছে এবং ২০২৫ সালের মধ্যেই অধিকাংশ কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের।
কোন রুটে কতটা এগোল কাজ?
মেট্রোর তথ্য অনুযায়ী—
এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত সম্প্রসারণের কাজ দ্রুতগতিতে চলছে।
তারাতলা থেকে জোকার দিকে সুড়ঙ্গ খননের কাজ প্রায় শেষ।
অরেঞ্জ লাইনে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে আরও ১৯ কিমি যুক্ত হবে।
পার্পল লাইনের (জোকা-বিবাদি বাগ) খিদিরপুর–পার্ক স্ট্রিট অংশে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়েছে, এতে আরও ১০ কিলোমিটার যোগ হবে।
বিমানবন্দর–বারাসাত লাইনে ৫৭ কিলোমিটার রুট সম্প্রসারণের অনুমোদন দিয়েছে রেলবোর্ড। এর মধ্যে ২৯ কিলোমিটারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সব মিলিয়ে, আগামী কয়েক বছরের মধ্যেই পুরো শহর এবং শহরতলিকে জুড়ে বিস্তৃত হতে চলেছে কলকাতা মেট্রোর আধুনিক পরিবহন ব্যবস্থা।
আরও পড়ুন
Kolkata: সাতসকালে শহরে ইডির হানা, তিন ঠিকানায় তল্লাশি
FAQ
১. বর্তমানে কলকাতা মেট্রোর মোট দৈর্ঘ্য কত?
৭২ কিলোমিটার।
২. আগামী বছরে কত কিলোমিটার মেট্রো যোগ হবে?
১৯ কিলোমিটার।
৩. কলকাতায় প্রথম মেট্রো কত কিলোমিটার পথে শুরু হয়েছিল?
৩.৫ কিলোমিটার।
৪. দিল্লি মেট্রোর বর্তমান দৈর্ঘ্য কত?
৩৫২ কিলোমিটার।
৫. কলকাতা মেট্রো সর্বোচ্চ কত কিলোমিটার পর্যন্ত সম্প্রসারিত হবে?
প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত।
৬. কোন লাইনে দক্ষিণেশ্বর থেকে গড়িয়া পর্যন্ত মেট্রো চলে?
ব্লু লাইন।
৭. গ্রিন লাইনের বর্তমান রুট কোনটি?
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ।
৮. এয়ারপোর্ট–বারাসাত লাইনের কাজ কি অনুমোদিত?
হ্যাঁ, রেলবোর্ড ৫৭ কিলোমিটার রুট অনুমোদন করেছে।
৯. অরেঞ্জ লাইনের সম্প্রসারণ কবে শেষ হবে?
২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে।
১০. জোকা–বিবাদি বাগ লাইনে কত কিলোমিটার নতুন যুক্ত হবে?
প্রায় ১০ কিলোমিটার।
#KolkataMetro #UrbanTransport #MetroExpansion
