Koushani: রুপোলী পোশাকে ঝলমল করে উঠলেন অভিনেত্রী কৌশানী মুখার্জী (Koushani)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া তুলে ধরেছেন বেশ কয়েকটি ছবি। যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা। সময় যতই যাচ্ছে ততই যেন তার গ্ল্যামার বেড়েই চলেছে। যার ঝলক আমরা দেখতে পাই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে উঁকি দিলেই।
সেখানেই বেশ কয়েকটা ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তার পরনে রয়েছে রুপোলী রঙের একটি পোশাক। ভারতীয় ও ওয়েস্টার্ন দুই রকমের স্টাইল মিশিয়ে এই পোশাকটি তৈরি করা। যেখানে উন্মুক্ত বক্ষবিভাজিকা। সাথে মানানসই মেকআপ, চুল টেনে বাঁধা। সমস্ত লুকটি ছিল চোখে পড়ার মতোন।
এই সাজে একাধিক ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। সবকটিতেই তাকে বেশ আত্মবিশ্বাসী হিসেবে দেখা গিয়েছে। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘ঝলমল করে ওঠো।’ সত্যিই যেন তিনি এই ছবিতে ঝলমল করে উঠেছেন। প্রত্যেকে এমনটাই বলেছেন কমেন্টে।
এছাড়া বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। উল্লেখযোগ্য, শেষবার তাকে দেখা গেছে ‘রক্তবীজ ২’ সিনেমায়। যেখানে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এরপর আর তাকে কোনো সিনেমা দেখা যায়নি। অন্যদিকে খুব ধুমধাম করে বাড়িতে কালীপুজো করেছেন অভিনেত্রী।
সেসব ছবি তিনি ভাগ করে নিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় প্রেমিক বনি সেনগুপ্তর সাথে একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। ভীষণই নিষ্ঠার সাথে প্রত্যেক বছর কালীপুজো করে থাকেন কৌশানী। কালীপুজোর ঠিক পরে ভাইবোনদের সাথে মিলে ভাতৃদ্বিতীয়া পালন করতেও দেখা গিয়েছে তাকে। সবমিলিয়ে বলতে গেলে নিজের ঐতিহ্যকে বেশ ভালোভাবেই মেনে চলছেন অভিনেত্রী।
#Koushani #Tollywood

