খুব শীঘ্রই হাওড়া থেকে চালু হতে চলেছে লেডিস স্পেশাল বাস!

‘মাতৃভূমি’ লোকালের মতোন খুব শীঘ্রই হাওড়া থেকে চালু হতে চলেছে লেডিস স্পেশাল বাস! মঙ্গলবার এই বাস তার প্রথম যাত্রা শুরু করতে চলেছে। যেটা চলবে হাওড়া থেকে বালিগঞ্জ পর্যন্ত। সকাল সাড়ে নটা ও দশটায় দুটি বাস ছাড়বে হাওড়া স্টেশন থেকে।

মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশ দিয়ে এই বাস চলবে। যার সমস্ত কর্মীরাই থাকবেন মহিলা। ফলে হাওড়া থেকে যাতায়াত করা সমস্ত চাকুরিজীবী মহিলা এবং কর্মচারীদের জন্য খুবই সুবিধাজনক হবে। আপাতত হাওড়া স্টেশন থেকে দুটি বাস চালু হবে।

পরবর্তীতে বাসের সংখ্যা বাড়ানো হবে বলেই জানা যাচ্ছে। এছাড়া হাওড়া ছাড়াও সেটি শিয়ালদা স্টেশন থেকেও চালু হওয়ার কথা রয়েছে। যদিও এখন নন এসি বাস চালানো হচ্ছে, তবে যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ভবিষ্যতে এসি বাসও চালানো হতে পারে।

বাসের সামনে লেখা থাকবে ‘লেডিস স্পেশাল।’ ফলে সেখানে পুরুষরা কেউ উঠতে পারবেন না। যদিও এই প্রথম নয় এই বাস পরিষেবা ২০১৩ সালেও শুরু হয়েছিল। তবে কিছুদিন পর সেটা বন্ধ হয়ে যায়। চলতি বছর চালু হওয়ার পর সেটি কত দিন পর্যন্ত পরিষেবা দেয় সেটাই দেখার।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক