Lionel Messi: কোপা আমেরিকায় খেলায় নেয়া ইতিহাস গড়লেন লিওনেল মেসি

Lionel Messi: এবার কোপা আমেরিকায় খেলায় নতুন করে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। এতদিন কোপা আমেরিকায় যতজন ফুটবলার খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলে রেকর্ড গড়লেন মেসি। কোপা আমেরিকার ইতিহাসে ৭১ বছরের ইতিহাস ভেঙে দিলেন তিনি।

এতদিনের রেকর্ডে ১৯৫৩ সালে কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছিলেন চিলির তৎকালীন দলের গোলকিপার সের্জিও লিভিংস্টোন। এবার দীর্ঘ ৭১ বছরের রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি। কোপা আমেরিকায় প্রথম লিওনেল মেসি খেলতে প্রবেশ করেন যখন তখন তার বয়স মাত্র ২০ বছর। আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পান তিনি।

এবার সপ্তম কোপা আমেরিকায় আর্জেন্টিনা দল মাঠে নামল। এবারের খেলাতেও আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দলকে মাঠে নেতৃত্ব দিয়েছেন মেসি। এবারে সপ্তম বার কোপা আমেরিকা খেললেন তিনি। মেসি কোপা আমেরিকাতেই প্রথম কোনো ট্রফি জিতেছিলেন।

কোপা আমেরিকাতে খেলার পর মেসি একবার চ্যাম্পিয়ন হন ও তিন বার রানার্স আপ হয়েছিলেন। শুক্রবার কোপা আমেরিকাের উদ্বোধনী ম্যাচে কানাডাকে ২-০ গোল করে হারালো আর্জেন্টিনা। এদিন আর্জেন্টিনার হয়ে গোল করলেন জুলিয়ান আলভারেজ ও লটারো মার্টিনেজ।

আগামী ২৫শে জুন আমেরিকায় দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে অনুষ্ঠিত হবে এই খেলা।

error: Content is protected !!
শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক