লিওনেল মেসি, নামটি একটি ছোটো বাচ্চা থেকে যেকোনো বয়সী মানুষের কাছে খুব পরিচিত একটি নাম। জনপ্রিয় ফুটবলার লিওনেল মেসির নাম শোনেননি এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না। সাধারণ বাঙালি এমন বড় মাপের মানুষকে আয়তাকার স্ক্রিনে দেখতেই অভ্যস্ত। ফুটবল খেলা হোক কিংবা অন্য কোনো ইভেন্ট। মেসি প্রিয় যে বাঙালিরা রয়েছেন তাদের কাছে স্বপ্নের মতন মেসিকে সামনে থেকে দেখা। কিন্তু স্বপ্ন হয়তো বাস্তব রূপ নিতে চলেছে।
মেসি আসছেন কলকাতায়। চলতি বছরের ডিসেম্বর মাসে কলকাতায় আসতে চলেছেন মেসি। গত ২০১১ সালে সেপ্টেম্বর মাসে মেসি শেষবারের জন্য কলকাতা এসেছিলেন। খেলেছিলেন যুবভারতীতে। সেদিন ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন তিনি৷ অবশেষে দীর্ঘ এক দশক পর ফের কলকাতায় আসছেন মেসি।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে, আগামী ১৩ই ডিসেম্বর কলকাতায় আসবেন মেসি। তিনি ইডেন গার্ডেন্সে হাজির হবেন এবং সেখানে মেসির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৪ই ডিসেম্বর মেসি মুম্বাই যাবেন। সেখানে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অংশ নেবেন GOAT কনসার্টে। ১৫ই ডিসেম্বর দিল্লিতে পৌঁছোবেন মেসি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন তিনি।
মেসি প্রিয় বাঙালি আশায় বুক বাঁধছে, দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছে এবার পূরণ হতে চলার পালা। তবে মেসিকে দেখার জন্য ইভেন্টে টিকিটের মূল্য কত? জানা যাচ্ছে, টিকিট ছাড়া কেউ প্রবেশ করার অনুমতি পাবেন না। গ্যালারিতে ৬৮ হাজার দর্শক উপস্থিত থাকতে পারবেন। ইডেনে ১ ঘন্টা ২০ মিনিট থাকবেন মেসি, এমনটাই জানা গিয়েছে। যতদূর জানা যাচ্ছে, মেসিকে দেখার জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য হতে পারে সাড়ে তিন হাজার টাকা।