শ্রবণশক্তি হারিয়েছেন, বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় সংগীত শিল্পী অলকা ইয়াগ্নিক!

বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় সংগীত শিল্পী অলকা ইয়াগ্নিক! যার ফলে শ্রবণশক্তি হারিয়েছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে একটি পোস্ট করেছেন। লিখেছেন, ‘কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয় যে, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তারপর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি।’

একইসাথে আরো লেখেন, ‘এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড়ো ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।’ এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে কি এই বিরল রোগ?

এই বিষয়ে চিকিৎসক অর্জুন দাশগুপ্ত একটি সংবাদমাধ্যমের কাছে সম্পূর্ণ তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন ‘সাডেন সেনসারি নিউরাল হিয়ারিং লস’ নামক এই সমস্যায় ভুগলে রোগী হঠাৎই একটি কানে শুনতে পান না। কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ আমার কখনো আংশিক শ্রবণশক্তি হারাতে পারেন।

এটি মূলত দুটি কারণে হতে পারে। শরীরে যদি কোনো ভাইরাস আক্রমণ করে তাহলে দেহ ওই ভাইরাসের বিরুদ্ধে যে অ্যান্টিবডিগুলি তৈরি করে তা কখনো শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকেই আক্রমণ করে। কানে স্নায়ুগুলিকে আক্রমণ করলে তখন রোগী শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলেন।

আবার কখনো কখনো মাইক্রো স্ট্রোকের কারণেও হতে পারে অথবা ব্রেন টিউমারের কারণে। সঠিক সময় চিকিৎসা হলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যেই চিকিৎসা শুরু হতে হবে। ওরাল অ্যান্টিভাইরাল বা ওরাল স্টেরয়েড দিয়ে রোগীকে সুস্থ করে তোলা যায়। তবে অবস্থা সংকটজনক হলে কখনো কখনো ইনজেকশন দিতে হয়।