লুলিয়ার জন্মদিন, প্রেমিকাকে চুমু না খেলে হয়! ভাইরাল ভাইজানের একগুচ্ছ ফোটো

বলি পাড়ায় অনেক তারকার সম্পর্ক নিয়ে মাতামাতি হয়। কোনো কোনো তারকাকে কোনো একটি বন্ধনে আবদ্ধ হতেও দেখা যায়। সম্পর্কের যে গুঞ্জন বলিউডে বিভিন্ন তারকাকে নিয়ে দেখা যায় তা অনেকাংশে সত্যি হতেই দেখা গিয়েছে। তেমনই সালমান খানের একাধিক সম্পর্ক নিয়ে বারংবার নানান তথ্য সামনে আসতে দেখা গিয়েছে। যদিও তিনি এখনও তার চিরদিনের সঙ্গী কে হবেন তা মনস্থির করতে পারেননি।

তবে সালমান খানকে নিয়ে গুঞ্জন শোনা গিয়েছে তিনি নাকি লুলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এদিকে দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা না যাওয়ায় অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন

তাদের সম্পর্ক আদৌ আছে নাকি নেই তা নিয়ে জোর জল্পনা উঠেছিল। এবার সেই জল্পনায় জল ঢাললেন সালমান নিজেই। এদিন প্রেমিকার জন্মদিন তিনি ধুমধাম করে পালন করলেন। আর দিলেন বড়সড় পার্টি।

এই পার্টিতে হাজির হয়েছিলেন বলিউডের অনেক তারকাই। দেখা গিয়েছে, সোনাক্ষী সিনহা, জাহির ইকবাল, গায়ক মিকা সিং, সংগীত পরিচালক সাজিদ, হিমেশ রেশমিয়া সহ একাধিক বলিউডের তারকাকে। এই পার্টির বিশেষ মূহুর্ত ক্যামেরাবন্দী করলেন অনেকেই। আর সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতেও ভুললেন না তারা।

মিকা সিং ইনস্টাগ্রামে একটি সেলফি পোস্ট করেছেন। সেই সেলফিতে দেখা গিয়েছে তাকে জড়িয়ে ধরে রয়েছেন সালমান খান। এর পাশাপাশি পার্টিতে লুলিয়া ভান্তুরের সঙ্গেও ছবি তুলেছেন মিকা। এই ছবি পোস্ট করে মিকা আবেগঘন ক্যাপশন লিখেছেন। এদিকে আরেক জনপ্রিয় গায়ক হিমেশ রশমিয়াকেও দেখা গিয়েছে পার্টিতে।

হিমেশ রেশমিয়া এদিন একটি ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই ভিডিওতে দেখা যায় সালমান তাকে চুমু খাচ্ছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায় সাজিদকেও দেখা গিয়েছে সালমানকে তার গালে চুমু খেতে। এছাড়া সালমানের পরিবারের সকলে একাধিক ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন,
*বিয়ের পর কি প্রশ্ন করেছিলেন সালমান? লজ্জায় লাল হয়ে যান শ্রীদেবী