শুটিংয়ের ফাঁকে বিয়ের প্রস্তুতি: নতুন জীবনের পথে মধুমিতা সরকার

একদিকে টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে তাঁর ধারাবাহিক, অন্যদিকে বড়পর্দার জন্য নতুন ছবির শুটিং—ব্যস্ত সময়ের মধ্যেই জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রস্তুতি সারছেন মধুমিতা সরকার। বছরের শেষ লগ্নে কাজ আর ব্যক্তিগত জীবনের এই দুই সমান্তরাল যাত্রা যেন অভিনেত্রীর জীবনে এনে দিয়েছে নতুন উত্তেজনা, নতুন প্রত্যাশা।

বর্তমানে সৌমাভ বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার ছবি ‘অটবী’-র শুটিং শুরু হয়েছে। এই ছবির হাত ধরেই প্রথমবার এই ঘরানায় দেখা যাবে মধুমিতাকে। পাশাপাশি টেলিভিশনের শুটিংয়ের চাপ তো রয়েছেই। কিন্তু এত কাজের ভিড়েও নিজের বিয়ের পরিকল্পনায় কোনও খামতি রাখতে চান না তিনি। তাই সময় পেলেই চলছে কেনাকাটা, আয়োজন আর ভাবনাচিন্তা।

বিয়ের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও জানা যাচ্ছে, বিশেষ দিনের জন্য চিরাচরিত লাল শাড়িই পছন্দ অভিনেত্রীর। লাল বেনারসিতেই বিয়ের আসরে সাজতে চান মধুমিতা। তবে রিসেপশনে কী পরবেন বা কীভাবে সাজবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। ভেন্যু পাওয়া এবং দিনক্ষণ স্থির হওয়ার উপরেই নাকি অনেক কিছু নির্ভর করছে।

শুধু সাজপোশাক নয়, খাবার নিয়েও রয়েছে অভিনেত্রীর স্পষ্ট পছন্দ। বাঙালি খাবারের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে তাঁর। তাই বিয়ের মেনুতেও থাকবে বাঙালি সুস্বাদু নানা পদ। শুটিংয়ের ফাঁকে প্রিয়জনদের সঙ্গে আইবুড়োভাত খাওয়ার পরিকল্পনাও সেরে ফেলেছেন তিনি। পছন্দের তালিকায় রয়েছে ভেটকি পাতুরি, বিরিয়ানি ও পোলাও—সব মিলিয়ে বাঙালিয়ানা বজায় রেখেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চান মধুমিতা।

আরও পড়ুন
Swastika: ৪৫তম জন্মদিনে হলুদ বিকিনিতে শরীরের পরিবর্তন তুলে ধরে স্বস্তিকার জোরালো বার্তা

উল্লেখ্য, ২০২৪ সালের পুজোর সময়েই বন্ধু-প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা সরকার। সোশাল মিডিয়ায় তাঁদের নানা মিষ্টি মুহূর্ত ইতিমধ্যেই নজর কেড়েছে অনুরাগীদের। সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন—এ কথা আগেই নিশ্চিত করেছিলেন অভিনেত্রী, যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি।

আরও পড়ুন
Nusrat-Yash: বিয়ের মরশুমে সবুজ আনারকলিতে রাজকীয় নুসরত, ক্যাজুয়াল যশের সঙ্গে ভাইরাল ছবি

তবে কানাঘুষো শোনা যাচ্ছে, নতুন বছরের ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে পারেন মধুমিতা। যদিও অভিনেত্রীর কথায়, দু’টি সম্ভাব্য দিন নিয়ে ভাবনাচিন্তা চলছে এবং ভেন্যু পাওয়ার উপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। কাজ, ভালোবাসা আর নতুন জীবনের স্বপ্ন—সব মিলিয়ে ব্যস্ত হলেও আনন্দময় সময় কাটাচ্ছেন মধুমিতা সরকার।

আরও পড়ুন
Rukmini: হলুদ গাউনে রুক্মিণী মৈত্র: চঞ্চল কিশোরীর সাজে ভাইরাল অভিনেত্রী

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক