হলুদ শাড়িতে লাবণ্য ছড়ালেন মধুমিতা! চোখ সরাতে পারছেন না ভক্তরা

হলুদ শাড়িতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার! তাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা, এমনই মতামত তাকে দেখার পর। প্রেমিকের জন্মদিন উদযাপন করার পর বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়ায় তাকে সক্রিয় থাকতে দেখা যায়নি।

ফলস্বরূপ ভক্তরা তার অনুপস্থিতি বেশ অনুভব করেছেন। তাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে এদিন কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন মধুমিতা। ওয়েস্টার্ন পোশাকের থেকে তাকে যে শাড়িতেই বেশি সুন্দর লাগে তা এর আগেও বলেছেন নেটিজেনরা। এবারেও তার অন্যথা হলো না।

এদিন হলুদ রঙের একটি শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। মানানসই মেকআপ, খোলা চুল তার সৌন্দর্য্যে আলাদা মাত্রা যোগ করেছিল। যে ভিডিওটি তিনি পোস্ট করেছেন সেখানে তাকে নানান রকমের পোজ দিতে দেখা গিয়েছে। মূলত ফটোশ্যুটের কারণেই এই ভিডিওটি তৈরি করেছেন তিনি।

কেউ লিখেছেন, বরাবরের মত তাকে ভীষণই লাবণ্যময়ী লাগছে দেখতে। আবার কারোর কারোর মতে দিন দিন তার মিষ্টতা যেন বেড়েই চলেছে। আসলেও তাই। তার যে বয়স বাড়ছে তা দেখে বোঝার উপায় নেই। কারণ, নিজেকে এতোটাই মেইন্টেন করে রেখেছেন তিনি। একইসাথে তার ফ্যাশন সেন্সও চোখে পড়ার মতো।

উল্লেখযোগ্য, কিছুদিন আগেই প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর জন্মদিন পালন করেছেন তিনি। রাতে কেক কাটা থেকে শুরু করে বন্ধুদের নিয়ে পার্টিও করতে দেখা গিয়েছে তাকে। এরপর বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে খানিকটা দূরেই ছিলেন। অবশেষে তাকে আবার সক্রিয় হতে দেখা গেল।

error: Content is protected !!