স্বাধীনতা দিবসে মস্ত বড় ভুল মধুমিতার, ‘অভিনয় পেশার কলঙ্ক’ তকমা দিলেন ঋদ্ধি

অভিনেত্রী মধুমিতা সরকারকে ‘অভিনয় পেশার কলঙ্ক’ বলে তকমা দিলেন আরেক অভিনেতার ঋদ্ধি সেন! হঠাৎ কী এমন কাজ করে বসলেন মধুমিতা? যে তাকে এভাবে কটাক্ষ করলেন ঋদ্ধি। আজ আমরা সেই বিষয়েই জানবো এই প্রতিবেদনে। বর্তমানে আর.জি র কাণ্ড নিয়ে উত্তাল পশ্চিমবঙ্গ।

৩১ বছর বয়সী চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচার চেয়ে প্রতিবাদে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। ১৪ই আগস্ট রাত থেকে ১৫ ই আগস্ট স্বাধীনতার প্রাক্কালে জনপথ দখল করার আহ্বান জানানো হয়েছিল। আর এই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি পোস্ট করেছেন মধুমিতা।

সেই পোস্ট ঘিরেই তৈরি হয়েছে সমস্যা। এদিন সকালে মধুমিতা সাদা চুড়িদার, সাদা ওড়না নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল তবে সেই পোস্টে লেখা শব্দের বানান তাকে তীব্র কটাক্ষের মুখে ফেলেছে। তিনি লেখেন, ‘স্বাধীনতা দিবেস একটি প্রার্থণা, নিঃশ্বাসটুকু যেন স্বাধীন ভাবে নিতে পারি আমাদের ভারতবর্শে।’’

যা দেখার পর সেই পোস্ট নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করে ঋদ্ধি লেখেন, ‘‘স্বাধীনতা ‘দিবেস’ ????? ভারতবর্ষ বানান লিখতে জানে ?? ঘেন্না ধরে গেল ন্যূনতম লজ্জা, শিক্ষা আর বোধ মুছে গিয়েছে এই বিনোদন জগতের বহু কর্মীর মধ্যে থেকে। রক্তে মাখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পেরিয়ে আজ ৭৮তম বছরে পৌঁছেও রক্তের দাগ মুছে ফেলা যাচ্ছে না।’

‘যে রাজ্যে এক চিকিৎসকের সাদা পোশাক ভেসে গেল রক্তে, সেই রাজ্যে এদের মতো অশিক্ষিত ব্যক্তি সাদা পোশাক পরে ওড়না উড়িয়ে দন্ত বিকশিত করে ভুল বানানে স্বাধীনতা দিবস পালন করার অভিনয় করছে। এরা কোনোদিনই শিল্পী ছিল না, ছিল না অভিনেতা। অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত থাকতে গেলে সবার আগে প্রয়োজন সামাজিক সংযোগ, প্রয়োজন শিক্ষা। সমাজ , ইতিহাস, শিক্ষা, এই শব্দগুলো এদের কাছে ভিনগ্রহী।’

1723714916 riddhi inside2 aT3dzVme3Q
ঋদ্ধি সেনের ফেসবুক পোস্ট

একই সাথে তিনি বলেন, ‘অভিনয় মানে ভান করা নয়, অভিনয় মানে নিজের সর্বস্ব দিয়ে সত্যিটাকে খুঁজে বার করা। এরা আমাদের পেশায় কলঙ্ক। স্বাধীনতা দিবস নিয়ে বলার আগে নিজের ভণ্ডামি আর অশিক্ষা থেকে স্বাধীন হোন, আমাদের কর্মক্ষেত্রও স্বাধীনতা চায় আপনাদের মতো অশিক্ষিত শিল্পীর কাছ থেকে।’ যদিও পরে মধুমিতা সেই ভুল সংশোধন করে নিয়েছেন।

আরও পড়ুন,
*RG Kar Case: ‘এর থেকে ভালো প্রতিবাদের ভাষা হতে পারে না’, প্রতিবাদী সুর গৌরব, ওপার বাংলা থেকে সায়নের