RG Kar Case: আর.জি কর হাসপাতালের ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজ্যবাসী। এমনকি দেশের বিভিন্ন প্রান্তে এই নিয়ে প্রতিবাদের সুর দেখা গিয়েছে। আর এবার প্রতিবাদের ঢেউ ছাড়িয়ে গেল দেশের সীমানা। বিদেশের শিল্পীর কন্ঠে শোনা গেল প্রতিবাদের গান।
‘সারেগামাপা’ খ্যাত গৌরব সরকার-সহ বাংলাদেশের গায়ক সায়ন এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন তাদের গানের মাধ্যমে। গৌরব গানের ভাষায় বলেন, ‘পাল্টেছে জলবায়ু, বিপন্নতার আয়ু, অবক্ষয়ের রং তুলি হাতে ছবি আঁকে ইতিহাস। হাঁসফাঁস করে পাতাল, জ্বলছে এ মহাকাল, শহরের এক সুখী গৃহকোণে অর্ধনগ্ন লাশ। শিরদাঁড়া কী দাঁড়ায়, বিকিয়েছ বেমালুম, কবে যে আবার তুমি জাগবে পুড়িয়ে শীতঘুম?’
যা দেখার পর তাতে সহমত জানিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘এর থেকে ভালো প্রতিবাদের ভাষা হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বেলিত করবেই।’ আরেকজন লিখেছেন, ‘কী সুন্দর বানিয়েছো তুমি গানটা। একেবারেই উপযুক্ত।’ শুধু তাই নয় একজন এও লেখেন যে গানটি শুনতে গায়ে কাঁটা দিচ্ছিল তার।
অন্যদিকে বাংলাদেশের গায়ক সায়ন গানের মাধ্যমে প্রতিবাদ জানান। তিনি নিজের গানের কয়েকটি লাইন উৎসর্গ করেন ওই নির্যাতিতার জন্য। বলেন, ‘এই মেয়ে শোন, এই রাত এই ভোর, যতখানি পুরুষের তারও বেশি তোর।’ পাশাপাশি এও জানিয়েছেন তিনি বাংলাদেশে বসেই এই লড়াইয়ে রয়েছেন।
উল্লেখযোগ্য, গত ৮ ই আগস্ট হাসপাতালের সেমিনার রুমে পৈশাচিকভাবে ধর্ষণ এবং হত্যা করা হয় ৩১ বছর বয়সী মহিলা চিকিৎসককে। ইতিমধ্যেই এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে সকলেই প্রশ্ন তুলেছেন একজনের পক্ষে এই ধরনের অপরাধ করা সম্ভব নয়। এর পেছনে রয়েছে বেশ কয়েকজনের হাত।
আরও পড়ুন,
*RG Kar Case: পৈশাচিক ঘটনার দিন বন্ধ ছিল সেমিনার রুমের তালা, কে সেই তালা খুলেছিলেন?