Madhuri Dixit: দিনকয়েক ধরেই শিরোনামে রয়েছেন বলিউড তারকা মাধুরী দীক্ষিত। কানাডার টরন্টোতে তাঁর অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুল বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। দর্শকদের দাবি— অভিনেত্রী নাকি দেরি করে মঞ্চে ওঠায় আয়োজন ব্যাহত হয়। আয়োজকেরা আবার এই পুরো দায় চাপান মাধুরীর টিমের ঘাড়ে। সেই থেকেই শুরু বিতর্ক।
এর মাঝেই সামনে এল নায়িকার একটি সোশ্যাল-মিডিয়া পোস্ট। ঘটনাটির তিন দিনের মধ্যেই মাধুরী লেখেন, “টরন্টোর থেকে ভালবাসা পেয়েছি। ‘মিট অ্যান্ড গ্রিট’-এর পর এবার নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্কে দেখা হবে।”
আর এই পোস্ট দেখেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। তাঁদের অভিযোগ, ঘটে যাওয়া বিশৃঙ্খলা নিয়ে ক্ষমা না চেয়ে উল্টো প্রচার করছেন অভিনেত্রী। এক নেটিজেন লিখেছেন, “কানাডার কাছে ক্ষমা চাওয়া উচিত। মিথ্যে প্রচার বন্ধ করুন।” অন্য কেউ মনে করছেন, নায়িকা আসল ঘটনার কথা এড়িয়ে যাচ্ছেন।
এমনকি ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধ নিয়েও আপত্তি তুলেছেন অনেকেই। অভিযোগ— প্রায় চল্লিশ হাজার টাকা দিয়ে তাঁরা অনুষ্ঠান দেখতেই গিয়েছিলেন, অভিনেত্রীর সঙ্গে আলাপচারিতায় নয়।
এখন দেখার বিষয়, মাধুরী বা তাঁর টিমের তরফ থেকে এ বিতর্কে আর কোনও প্রতিক্রিয়া আসে কি না।
আরও পড়ুন
শোকের ছায়া! সঞ্জয় খানের স্ত্রী জারিন কাতরাক প্রয়াত, কী হয়েছিল তাঁর?
FAQ
১. প্রশ্ন: কী কারণে মাধুরী দীক্ষিত বিতর্কের কেন্দ্রবিন্দুতে?
উত্তর: টরন্টোতে তাঁর অনুষ্ঠানে দেরি করে মঞ্চে ওঠার অভিযোগে বিতর্ক শুরু হয়।
২. প্রশ্ন: দর্শকদের অভিযোগ কী ছিল?
উত্তর: তাঁরা দাবি করেন, দেরির ফলে অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং মাধুরীর ক্ষমা চাওয়া উচিত।
৩. প্রশ্ন: আয়োজকেরা কাকে দায়ী করেছেন?
উত্তর: তাঁরা দায় চাপিয়েছেন মাধুরীর টিমের ওপর।
৪. প্রশ্ন: মাধুরী ঠিক কী পোস্ট করেছিলেন?
উত্তর: তিনি টরন্টোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পরবর্তী অনুষ্ঠান নিউ জার্সি, শিকাগো ও নিউ ইয়র্কে হবে।
৫. প্রশ্ন: নেটিজেনরা তাঁর পোস্টে কেন ক্ষুব্ধ?
উত্তর: তাঁদের মতে, তিনি ঘটনার বাস্তব চিত্র না তুলে ধরেই প্রচার করছেন।
৬. প্রশ্ন: ‘মিট অ্যান্ড গ্রিট’ শব্দবন্ধ নিয়ে কেন আপত্তি?
উত্তর: দর্শকদের দাবি, তাঁরা শুধু অনুষ্ঠান দেখতে টিকিট কিনেছিলেন, আলাপের জন্য নয়।
৭. প্রশ্ন: টিকিটের দাম কত ছিল?
উত্তর: প্রায় চল্লিশ হাজার টাকা।
৮. প্রশ্ন: মাধুরী দেরি করে মঞ্চে ওঠার অভিযোগে কী প্রতিক্রিয়া দিয়েছেন?
উত্তর: এখনো পর্যন্ত এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।
৯. প্রশ্ন: আয়োজকদের দাবি কতটা গুরুত্ব পেয়েছে?
উত্তর: নেটপাড়ার একাংশ আয়োজকদের দাবিকেই বেশি বিশ্বাস করছেন।
১০. প্রশ্ন: বিতর্কের পর মাধুরীর পরবর্তী গন্তব্য কোথায়?
উত্তর: নিউ জার্সি, শিকাগো এবং নিউ ইয়র্কে তাঁর পরবর্তী শো অনুষ্ঠিত হবে।
#MadhuriDixit
#TorontoEvent
#BollywoodNews
