জাদুর ঘরে বিয়ের সানাই: পি সি সরকার জুনিয়রের কন্যা মৌবনীর রঙিন বিবাহ উৎসব

জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের কন্যা মৌবনীর জমজমাট বিয়ে ঘিরে উত্তেজনা টলি-পাড়ায়। সৌম্য রায়কে সাতপাকে জীবনসঙ্গী করলেন তিনি। ভাইরাল ছবি-ভিডিও মাতাচ্ছে নেটদুনিয়া।

জাদুময় আবহে রাঙা হয়ে উঠল জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের বাড়ি। রবিবার রাতে ইন্দ্রজালের সেই ঐতিহ্যবাহী ঠিকানায় বাজল বিয়ের সানাই। জাদুকরকন্যা মৌবনী সরকারের বিয়ে ঘিরে যেন মায়াবী উৎসব সৃষ্টি হয়েছিল গোটা বাড়িজুড়ে। একাধিক ডিজিটাল সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই হাই-প্রোফাইল বিয়ের ছবি ও ভিডিও।

কনের সাজে মুগ্ধ সবাই

কনের সাজে মুগ্ধ সবাই
কনের সাজে মুগ্ধ সবাই

ভিডিওতে দেখা যায়, বেগুনী বেনারসিতে সেজে উঠেছেন মৌবনী। গলায় সোনার নেকলেস, মোটা হার ও চিক, নাকে টানা নথ, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা ও নানা ধরনের বালা-মান্তাসা—ঐতিহ্য ও আভিজাত্যের মিশ্রণে কনের সাজ ছিল মনকাড়া। মাথায় সোনার ও শোলার মুকুট ও ভেল পরা মৌবনীর হাসি যেন আলো ছড়াচ্ছিল চারদিকে। আশীর্বাদ পর্বে পরিবারের বয়োজ্যেষ্ঠরা এগিয়ে এসে কনের মুখে মিষ্টি তুলে দেন।

জামাই সৌম্যর রাজকীয় উপস্থিতি
চন্দননগরের রিসার্চ অ্যানালিস্ট সৌম্য রায়ের পরনে ছিল প্রিন্টেড পাঞ্জাবি, লাল ধুতি ও মাথায় মুকুট। কেবল তাই নয়, বিশেষ মুহূর্তে জাদুসম্রাট নিজে হীরের বোতাম দিয়ে আশীর্বাদ করেন নতুন জামাইকে। আনন্দ আসরে খোশমেজাজে আড্ডা দিতে দেখা যায় পি সি সরকার জুনিয়রকে ও সৌম্যকে।

চাঁদের হাট টলিপাড়ার তারকাদের
বিয়ে মানেই সেলেব-জমায়েত। মৌবনীর বিয়েও তার ব্যতিক্রম নয়। বিয়ের ছবিতে দেখা গেছে কনে মৌবনীকে মাঝে রেখে এক পাশে দিদি মানেকা সরকার এবং অন্য পাশে টলি অভিনেত্রী দেবশ্রী রায়কে। শুভদৃষ্টির ছবিও নেটদুনিয়ায় সাড়া ফেলেছে। সব মিলিয়ে পিসি সরকারের বাড়ি যেন হয়ে উঠেছিল তারকাখচিত উৎসবের মঞ্চ।

গায়ে হলুদে হাসিখুশি কনে
রবিবার সকালে ছিল গায়ে হলুদের তোরজোড়। হলুদ শাড়ি ও সোনার গয়নায় সেজেছিলেন মৌবনী। তার একগাল হাসি যেন আলো করে দিয়েছিল অনুষ্ঠানের পরিবেশ। শনিবারই সেরে ফেলেছিলেন মেহেন্দি পর্ব, যেখানে হাতে খোদাই করা হয়েছিল হবু স্বামী সৌম্যর নামের আদ্যাক্ষর। সেই ছবিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন
Subhasree-Yalini: মেয়ের জন্মদিনে পার্টি নয় বরং জগন্নাথদেবের পুষ্পাভিষেকের আয়োজন করলেন রাজ-শুভশ্রী, মুগ্ধ দর্শকেরা

সাতপাকে বাঁধা পড়ল দুই পরিবার
ঐতিহ্য, সাজসজ্জা, সেলিব্রিটি উপস্থিতি—সব মিলিয়ে জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের কন্যা মৌবনী ও সৌম্য রায়ের বিয়ে হয়ে উঠল সত্যিকারের ‘ম্যাজিক্যাল’। ইন্দ্রজালের ঘরে সুখের আলো জ্বালল এই নতুন অধ্যায়।

আরও পড়ুন
‘কণ্ঠ’-এর অনুপ্রেরণায় ক্যানসার যোদ্ধাদের পাশে শিবপ্রসাদ, শহরে শুরু হচ্ছে বিশেষ ‘কণ্ঠ ক্লাব’

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক