জাদুসম্রাট পি সি সরকার জুনিয়রের বাড়িতে আজ সত্যিকারের উৎসবের আমেজ। ছোট মেয়ে মৌবনী সরকারের বিয়ে ঘিরে দিনের পর দিন চলেছে ধুমধাম আয়োজন। গায়েহলুদ থেকে শুরু করে শুভদৃষ্টি—বিয়ের প্রতিটি আনুষ্ঠানিকতার মুহূর্ত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে, আর তাতেই স্পষ্ট, ইন্দ্রজালের বাড়িতে যেন মায়াজাল ছড়িয়েছে শাঁখ, উলুধ্বনি আর আলোয়।
ছাঁদনাতলায় চমক
বিয়েতে উপহার আদান–প্রদান তো রীতি, তবে এ বার নজিরবিহীন এক উপহার পেলেন মৌবনী। বর সৌম্য রায় ছাঁদনাতলায় হাতে রাখলেন আলোচিত ‘লাবুবু ডল’। প্রথমে দেখে অনেকেরই মনে প্রশ্ন—কনেকে কি সত্যিই লাবুবু পুতুল উপহার দিলেন নতুন বর? কিন্তু আসল চমক লুকিয়ে ছিল পুতুলের ভিতরেই।
লাবুবুর মধ্যেই সৌম্য লুকিয়ে রেখেছিলেন আংটির বাক্স। পুতুল খুলতেই বেরিয়ে আসে ঝকঝকে হিরের আংটি। অভিনব এই উপহার পেয়ে মুগ্ধ মৌবনীও। হাসিমাখা মুখে তিনি গ্রহণ করেন সেই স্মরণীয় উপহার।
সাজে সাবেকি, শাড়িতে আভিজাত্যের ছোঁয়া
বিয়ের আসরে অভিনেত্রী মৌবনী সেজেছিলেন একেবারে ঐতিহ্যবাহী রূপে। বেগুনি রঙের বেনারসি শাড়ি তাঁর ব্যক্তিত্বে এনে দেয় রাজকীয় ছোঁয়া। গলায় ভারি সোনার গহনা—বড় মোটা হার, চিক, নেকলেস—সব মিলিয়ে সাজে ছিল জমকালো রুচিশীলতা। টানা নথ, টিকলি, হাতে শাঁখা-পলা-বালা–চুড়ি, সঙ্গে মান্তাসা—সব মিলিয়ে বাঙালি কনের সাবেকি রূপ যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে।
মাথায় সোনার মুকুট আর শোলার সাজে তিনি যেন একেবারে বিয়ের দেবী। ভেল পরা মৌবনীকে দেখে চোখ সরানোই দায়।
জাদুকরের বাড়িতে উৎসবের রেশ
জুনিয়র পিসি সরকার নিজে সব আয়োজন নজরে রেখেছেন। টলি সেলেবদের উপস্থিতি, আলোর ঝলকানি, হাসি–আনন্দে ভরা আড্ডা—সব মিলিয়ে বিয়ের আসর জমে উঠেছিল পুরোদমে। সবার নজর কাড়ে সৌম্য–মৌবনীর বিশেষ মুহূর্ত—লাবুবুর ভিতর লুকিয়ে থাকা সেই ভালোবাসার আংটি।
জাদুকরের বাড়িতে বিয়ে মানেই ম্যাজিক তো থাকবেই, তবে এ দিন ম্যাজিকের ছোঁয়া এলো উপহারের মধ্যেই। নতুন জীবনের সূচনায় এই অভিনব চমক স্মৃতিতে থেকে যাবে বহুদিন।
আরও পড়ুন
জাদুর ঘরে বিয়ের সানাই: পি সি সরকার জুনিয়রের কন্যা মৌবনীর রঙিন বিবাহ উৎসব