তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল মোটা টাকা খোরপোষ পাওয়ার কারণেই নাকি দামী পোশাক পরতে পারেন অভিনেত্রী মালাইকা আরোরা! তবে এই বিষয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তিনি কী প্রতিক্রিয়া জানিয়েছিলেন সেই বিষয়ে আমরা জানবো এই প্রতিবেদনে।
হয়তো অনেকেই জানেন দীর্ঘ সময় ধরে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন আরবাজ খান এবং মালাইকা। এক পুত্র সন্তান রয়েছে তাদের। তবে একসময় হঠাৎ করেই সিদ্ধান্ত নেন বিচ্ছেদের। স্বাভাবিক নিয়মেই খোরপোষ পেয়েছিলেন তিনি। তবে এরপর নানান প্রশ্ন উঠতে থাকে মালাইকার সম্পর্কে।
তিনি বলেন, ‘যখন আমি বিচ্ছেদের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি তখন আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে খুব বেশি মহিলার ডিভোর্স হয়েছে। আমি আমার নিজের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সন্তানের জন্য আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হয়েছিল।’ এরপরে তিনি একটি প্রতিবেদনের উল্লেখ করেন।
বলেন, ‘এই সময় আমাকে নিয়ে নানান প্রতিবেদন লেখা হয়েছে। এক জায়গায় তো এমনটা লেখা হয়েছিল যে আমি আমার দামী পোশাক খোরপোষের টাকা থেকেই কিনেছি। আমি অবাক হয়ে গিয়েছিলাম। কারণ, আমি এতোদিন যা কাজ করেছি তার কোনো কিছুরই মূল্য ছিল না।’
উল্লেখযোগ্য, মালাইকা তার প্রাক্তন স্বামীর থেকে ১০-১৫ কোটি টাকা খোরপোষ পেয়েছেন। যদিও তাদের ছেলের দায়িত্ব দু’জনেরই রয়েছে। অন্যদিকে এই সম্পর্ক ভাঙার পর মালাইকা সম্পর্কে জড়ান অভিনেতা অর্জুন কাপুরের সাথে। তবে সাম্প্রতিক গুঞ্জন এই সম্পর্কেও ভাঙ্গন ধরেছে। বর্তমানে নাকি আলাদাই থাকছেন তারা।