Devi Chowdhurani: এবার শ্রাবন্তীর (Srabanti Chatterjee) সিনেমার প্রচারে দেখা গেল স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে! সকলকে তিনি অনুরোধ করলেন তার সিনেমা দেখার জন্য। এবারের পুজোয় একগুচ্ছ সিনেমা মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। যে তালিকায় রয়েছে ‘দেবী চৌধুরানী’, ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’।
ইতিমধ্যে কলাকুলীরা সিনেমাগুলির প্রচার সম্পূর্ণ করেছেন। এবার পালা এই প্রতিযোগিতায় কে জয় লাভ করে তা দেখার। এরই মাঝে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। যেখানে দেখা যায় তাদের হয়ে সিনেমার প্রচার করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে উঠে তিনি বলেন, ‘অনেকেরই অনেক সিনেমা উদ্বোধন হবে পুজোয়। শ্রাবন্তী আর প্রসেনজিতেরও একটি সিনেমা উদ্বোধন হবে। শ্রাবন্তী সেটা বলতে পারছে না যেটা আমাকে বলতে বললো, সেটা হলো দেবী চৌধুরানী। অনেক অনেক শুভেচ্ছা ওদের এই সিনেমার জন্য। শ্রাবন্তী কিন্তু এসে সেটা প্রসেনজিৎকে মনে করালো। পুলিশ পরিবারেরও সবাই দেখতে যাবে। ধন্যবাদ।’
এরপর দেখা যায় মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন অভিনেত্রী। সাথে ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘অনেক ধন্যবাদ দিদি, তুমিই আমাদের প্রেরণা। দেবী চৌধুরানী নারীশক্তির প্রতীক, এই সিনেমা বাংলার সিনেমা, বাঙালির সিনেমা।’ এক কথায় বলতে গেলে পুজো এবার জমজমাট নতুন নতুন সিনেমা নিয়ে।
অন্যদিকে ‘রঘু ডাকাত’এর টিমও কিন্তু পিছিয়ে নেই। গোটা রাজ্যজুড়ে ‘বেঙ্গল ট্যুর’এর মাধ্যমে প্রচার চালিয়েছে তারা। এমনকি এদিন বড়মা’র মন্দিরে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছেন দেব, ইধিকা এবং ওম। একইসাথে ‘রক্তবীজ ২’এর প্রচারও সম্পূর্ণ হয়েছে।