সোশ্যাল মিডিয়ায় নানান স্বাদের ভিডিও ভাইরাল হয়। তেমনই এমন কিছু ভিডিও যা মর্মস্পর্শী হয়ে ওঠে। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে আইসিইউতে হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবার সামনেই বিয়ে হল দুই মেয়ের। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
আইসিইউতে ভর্তি রয়েছেন বাবা। তারই সামনে তার দুই অবিবাহিত মেয়ের বিয়ে সম্পন্ন হলো। এই বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালে কর্মীরা। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে লখনউয়ের একটি হাসপাতালে। হাসপাতালের বেডে শুয়ে থাকা ব্যক্তির নাম জানা গিয়েছে মহম্মদ ইকবাল। তিনি গুরুতর অসুস্থ। তার সামনেই সম্পন্ন করা হলো দুই মেয়ের বিয়ে।
ওই ব্যক্তিরই ইচ্ছে ছিল মেয়ের বিয়ে দিয়ে যাওয়ার। কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন। অবশেষে তার ইচ্ছেকেই প্রাধান্য দেয় হাসপাতাল। রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমতি চায়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউতে বিয়ের অনুমোদন দেয়। হাসপাতাল কর্তৃপক্ষের সম্মতিতে বাবার সামনেই আইসিইউতে বিয়ে হয় মেয়েদের।
https://twitter.com/Benarasiyaa/status/1802050818822246587
যদিও হাসপাতাল তরফে সবরকম ব্যবস্থা ও সাবধানতা অবলম্বন করা হয়েছিল। রোগীর যাতে কোনোরকম সংক্রমণ না হয় সেই দিকেও নজর দেওয়া হয়েছিল। যদিও সীমিত সংখ্যক মানুষকে আইসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।