মার্টিনেজের জোড়া গোল, কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা!

20240701 063328

গ্রুপ পর্বের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠলো আর্জেন্টিনা! এদিন লাউতারো মার্টিনেজের জোড়া গোল তাদের জয় এনে দেয়। অন্যদিকে চিলি, পেরুকে পিছনে ফেলে শেষ আটে উঠলো কানাডা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে স্থান নিশ্চিত করেছিল আর্জেন্তিনা।

যদিও আর্জেন্টিনার ম্যাচ পেরুর বিরুদ্ধে ছিল শুধুমাত্রই নিয়ম রক্ষার। সেই কারণে গত ম্যাচের একাদশ জনের নয় জনকে পরিবর্তন করা হয়। যাদের মধ্যে লিওনেল মেসিও বিশ্রামে ছিলেন। তবে এতো বদলের পরেও তাদের কোনো অসুবিধা হয়নি।

রবিবার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে পেরু বনাম আর্জেন্টিনা ম্যাচ সংগঠিত হয়। যেখানে ২-০ গোলে জয় পায় ডিফেন্ডেন্ট চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও খেলার প্রথমদিকে গোলের দেখা পাওয়া যায়নি। তবে পরের দিকে গোল করতে সক্ষম হন তারা।

এদিন আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন লাউতারো মার্টিনেজ। এই নিয়ে চলতি কোপা আমেরিকায় তাদের গ্রুপ ম্যাচের প্রত্যেকটিতেই গোলের দেখা পেলেন এই বিশ্বজয়ী তারকা। প্রথমে এক গোলের পর ৮৬ মিনিটে আরও একটা গোল করেন মার্টিনেজ। অবশেষে ২-০ গোলে জয় লাভ করে গ্রুপের শীর্ষে থাকেন তারা।

তিনটি ম্যাচ হওয়ার পর ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপের আরেকটি ম্যাচে কানাডার সাথে গোলশূন্য ড্র করেছে চিলি। ফলে তারা চলতি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। অন্যদিকে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কানাডা। আর্জেন্টিনার কাছে হেরে পেরু ১ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠতে পারেনি।