সাত পাকে বাঁধা পড়লেন বলিউড গায়ক আরমান মালিক। গত বৃহস্পতিবার তিনি বিয়ে সারেন। তার দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেন তিনি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিয়ের মূহুর্ত ভাগ করে নিয়েছেন আরমান। সেই ছবি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। ছবি পোস্ট করে আরমান লিখেছেন, “তুহি মেরা ঘর”। ছবিতে তাদের বিয়ের সাজে দেখা গিয়েছে। তাদের সাবেকি সাজ মুগ্ধ করেছে সকলকে।
আশনার পরনে কমলা রঙের লেহেঙ্গা ও আরমানের পরনে পিচ রঙের শেরওয়ানি। আশনা মানানসই করে পরেছেন পান্নাখচিত গয়না৷ যা তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আত্মীয় ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ে সারেন তারা। আরমান বলিউডে বহু সিনেমায় গান গেয়েছেন। তার জনপ্রিয়তা বহুদিন ধরেই। বলিউডের হিন্দি গানে তার রাজত্ব অনেকদিন থেকেই। এর পাশাপাশি তিনি ভারতের নানান জায়গায় অনুষ্ঠান করেন।
অপরদিকে আশনা যদিও সঙ্গীত জগতের মানুষ নন। তবে তার বলিউডে যোগ রয়েছে। অনেক ছোটোবেলায় আশনার বাবা ও মায়ের বিচ্ছেদ হয়ে যায়। আশনার মা হিন্দি ছবির চিত্রনাট্য লেখা ও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। মায়ের সঙ্গে আশনা বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করেছেন। সেইসময় তার মডেলিং করার শখ হয়। এরপর মুম্বাইতে পড়াশোনা শেষ করে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন তিনি।
নিউজিল্যান্ডের একটি স্কুলে বাচ্চাদের মানসিক বিকাশ সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার জন্য কলেজে ভর্তি হন। এর পাশাপাশি ফ্যাশন নিয়ে পড়ার জন্য লন্ডনে যান। পড়া শেষ করে দেশে ফিরে ২০১৩ সালে অনলাইনে ব্যবসা শুরু করেন। এর পাশাপাশি তিনি একটি স্কুলে চাকরি করতেন। কিন্তু দুই বছর পর তা ছেড়ে দেন। ২০১৭ সালে আরমান মালিকের সঙ্গে পরিচয় হয় আশনার। আলাপ গড়ায় প্রেমে।
তারা একসঙ্গে বহু জায়গায় ঘুরতে যেতেন। আর সেই ছবি নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করতেন। ২০১৭ সালে সম্পর্কে জড়ানোর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। ফের ২০১৯ সালে তাদের সম্পর্ক নতুন করে শুরু হয়। ২০২৩ সালে তারা বাগদান পর্ব সারেন। এর পাশাপাশি প্রেমিকাকে উদ্দেশ্য করে আরমান একটি মিউজিক অ্যালবাম প্রকাশ করেন, “কসম সে: দ্য প্রোপোজ়াল ফর হিজ লেডি লভ”।
আরও পড়ুন,
*ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ওপার বাংলার জনপ্রিয় গায়ক তাহসান? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
*অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আসছে নয়া নিয়ম, অনুমতি লাগবে অভিভাবকের, নতুন খসড়া প্রকাশ করল কেন্দ্র সরকার