পৃথিবীর সবথেকে কম উচ্চতার মহিলা, জ্যোতিকে চেনেন

এবার গণপতি উৎসবে মেতে উঠতে দেখা গেল পৃথিবীর সবথেকে ছোট উচ্চতার মহিলা জ্যোতি আমগেকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তার বেশ কয়েকটি ছবি। যেখানে দেখা যাচ্ছে গণেশজির আশীর্বাদ নিতে তিনি পৌঁছেছিলেন পুজো মন্ডপে।

আমরা এর আগেও তার একাধিক ছবি দেখেছি। সব ছবিতেই তাকে হাসিমুখে দেখা যায়। জীবনে হাজার প্রতিকূলতা সত্ত্বেও নিজের হাসি বজায় রেখেছেন নিজের মুখে। যে বিষয়টির জন্য প্রত্যেকেই তাকে শ্রদ্ধা করেন। এদিন তার বেশ কয়েকটি ছবি উঠে এসেছে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘জ্যোতি আমগে যাকে পৃথিবীর ক্ষুদ্রতম মহিলা ঘোষণা করা হয়েছে তাকে ভগবান গণেশের আশীর্বাদ নিতে দেখা গেল। যদিও তার উচ্চতা ৬২.৮ সেন্টিমিটার, তবে তার স্বপ্ন এবং প্রতিকূলতাকে জয় করার ইচ্ছেশক্তি এই পৃথিবীর সবকিছুর থেকে বৃহত্তর।’

তার এই ছবিগুলো দেখার পর সকলেই তার প্রশংসা করেছেন। অন্যদিকে শুধুমাত্র গণেশজির আশীর্বাদ নিতেই নয় আর একটি ছবিতে দেখা যাচ্ছে তিনি হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন ভারতের অন্যতম কুস্তিগীর খলির সামনে। দুই ভিন্ন উচ্চতার মানুষকে দেখা দিয়েছে এই ছবিতে।

উল্লেখযোগ্য, ১৯৯৩ সালের ১৬ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন জ্যোতি। বর্তমানে তার বয়স ৩০ বছর। তবে তার উচ্চতা একজন শিশুর মতোই। তাকে বিভিন্ন রিয়্যালিটি শো এবং অন্যান্য শো’তে দেখা যায়। অভিনেত্রী হিসেবেই বর্তমানে কাজ করছেন তিনি।

আরও পড়ুন,
*১১,৫৫৮ পদে নিয়োগ RRB NTPC-তে! কতদিন চলবে আবেদন? জানুন বয়সসীমা-ফি-বেতন

error: Content is protected !!