‘পুরুষ মানুষদেরও একটু লজ্জা হওয়া উচিত’! আরজি কর নিয়ে সরব এক মেয়ের বাবা শাশ্বত চট্টোপাধ্যায়

আর জি কর মেডিকেল হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় এবার পথে নামল টলি পাড়া। টলিউডের ছোটো পর্দা থেকে বড় পর্দার শিল্পীরা এদিন মিছিলে যোগ দিয়েছেন। টলি পাড়ার অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান ও ছোটো পর্দার তারকারা হাজির ছিলেন রবিবারের মিছিলে। তাদের মুখে শোনা গিয়েছে একটিই কথা, “সিনেমা পাড়ার একটিই স্বর, জাস্টিস ফর আর জি কর।” মিছিলে হাঁটতে দেখা গিয়েছে সৃজিত মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, শ্বাশত চট্টোপাধ্যায়, পাওলি দাম, ঐন্দ্রিলা সেন সহ আরও একাধিক তারকাকে।

সংবাদমাধ্যমের তরফে শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এর উত্তরে তিনি বলেন, “বিচার যত তাড়াতাড়ি পাওয়া যায়, তত ভালো। কাজের জায়গায় সুরক্ষা। এটা মাস্ট। তাছাড়া আমাদের যতটুকু চাহিদা ছিল, আমরা লিখিত দিয়েছি। দেখা যাক, আশা তো আছে।” এরপর তিনি আবার বলেন, “ভবিষ্যতে যেন এগুলো আর না ঘটে। তার জন্য তো শুধু পুলিশ-প্রশাসনকে দায়ী করলে চলবে না। আমাদের পুরুষ মানুষদেরও একটু লজ্জা হওয়া উচিত।”

টলিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের এক মেয়ে রয়েছে। তিনি হলেন হিয়া চট্টোপাধ্যায়। লা মার্টিনা কলকাতা স্কুল থেকে পড়ার পর বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছেন তিনি। বড় হয়ে তিনিও পর্দায় কাজ করতে চান। তবে মিছিলে দেখা গিয়েছে আরও একাধিক তারকাকে। এদিন দেখা গিয়েছে কৌশিক গাঙ্গুলিকে। গতকাল তার মা পরলোক গমন করেছেন। কিন্তু সেই শোককে কিছুক্ষণের জন্য সরিয়ে রেখে প্রতিবাদ মিছিলে হাজির হয়েছেন তিনি।

তার দাবি তিনি মৃত মেয়েটির বিচার চান। যে লোকেরা ওই মেয়েটির জীবন কেড়ে নিয়ে মায়ের কোল খালি করে দিয়েছেন তাদের শাস্তি চান তিনি। এর পাশাপাশি ওই মিছিলে যোগ দিতে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র, অনীক দত্ত সহ আরও অনেককে। যদিও অনির্বাণ ভট্টাচার্য বিশেষ মুখ খুলছেন না। ইতিমধ্যে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানন ট্রোল শুরু হয়েছে বর্তমানে চলা আর জি কর কান্ডে বিশেষভাবে সোচ্চার না হওয়ার জন্য।

আরও পড়ুন,
*ধরে নিন ওই মেয়েটা আপনার বাড়ির মেয়ে! মমতাকে খোলা চিঠি রুদ্রনীলের