এই দুর্গাপূজায় মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল!

kmc 20241008 130733 dFt2O7UX3U

কলকাতাতে দুর্গাপুজো শুরু হয়ে গেছে মহালয়ার দিন থেকেই। প্রত্যেক বছর একটি পূজো মণ্ডপ থেকে একটু দূরে অন্য কোনো পূজা মন্ডপে যায় মেট্রোতে করেই। এবারে পূজোতে জনগণের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষ দারুন সুব্যবস্থা করেছেন। জানা গেছে ,এবারে নাকি পুজোতে মাঝরাত পর্যন্ত মেট্রো রেল চলবে। এই খবর শুনে,যারা ভেবেছিলেন মেট্রোতে যাতায়াত করবেন ,তাদের তো সোনায় সোহাগা।

মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের কথা ভেবে আরো একটি সুবিধা করে দিয়েছেন। এবার লাইনে দাঁড়িয়ে আর টিকিট কাটতে হবে না যাত্রীদের, কারণ যাত্রীরা কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। যেকোনো টিকিট কাউন্টার ছাড়া অন্য কোনো স্থানে টার্মিনাল গুলি সিড়ির সামনে QR কোডটি স্ক্যান করে টিকিট কাটতে পারবেন। এছাড়া স্টেশনের প্রবেশ করার গেট,এএফসি-পিসি গেট, লাগেজ স্ক্যানারের গেটে এই সুবিধা পাওয়া যাবে।

এবার পূজোতে যাত্রীরা দমদম, বেলঘড়িয়া, দক্ষিণেশ্বর ,শোভা বাজার, এসপ্ল্যানেড রবীন্দ্র সরোবর ও যতীনে মেট্রোতে করে যেতে পারবেন। শুধুমাত্র এই কটি জায়গাতেই নয়,এছাড়াও হাওড়ার ময়দানে,কালীঘাট ও যতীন্দ্র দাস পার্কে যাওয়ার জন্য জনগণ এই সুবিধা নিতে পারবেন।

এই ভিড়ে যাত্রীদের কথা মাথায় রেখেই প্রত্যেকটি স্টেশন মিলিয়ে মোট ২৩ টি হ্যান্ড হেল্ড টার্মিনাল ব্যবহার করা হবে।মেট্রোটেশনের কর্মীরা টিকিট কাউন্টারের বাইরে পাইচারি করবেন,যাতে করে কোনো যাত্রীদের কোনোরকম অসুবিধা ভোগ করতে না হয়।এবার পূজোতে এক কথায় মেট্রো স্টেশনে দারুন সুযোগ সুবিধা করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।