Mimi: সোনালী আলোয় নেশা ধরালেন মিমি, দেখুন তার জাদুতে মোড়া ছবি

Mimi: সোনালী জাদুতে নেশা ধরালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi)। তাকে দেখার পর এমনই মতামত ভক্তদের। সময়ের সাথে সাথে তিনি যেন আরও বেশি তরুণী হয়ে উঠছেন। সেই তরুণীসুলভ চঞ্চলতা, তেমনি লাবণ্য সবমিলিয়ে তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন অপরূপা। সম্প্রতি সেরকমই সাজের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছে তিনি।

যেখানে দেখা যায় সোনালী রঙের একটি সারারা পোশাক পরে রয়েছেন। সাথে মানানসই মেকআপ তার ঔজ্জ্বল্য বাড়িয়ে তুলেছিল বহুমাত্রায়। কখনো দাঁড়িয়ে আবার কখনো বসে একাধিক আত্মবিশ্বাসী ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। শুধু তাই নয় তার এক প্রিয় পোষ্যের সাথেও দেখা গিয়েছে পোজ দিতে।

নেপথ্যে বেজে চলেছে শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গান ‘জাদু হ্যায়, নেশা হ্যায়।’ আসলেও তাই তিনি তার সৌন্দর্য্যের জাদুতে নেশা ধরিয়েছেন। পোস্ট করতেই নিমেষে ভাইরাল সেইসব ছবি। বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যে ভরিয়ে তুলেছেন নেটিজেনরা। অনেকে এও বলছেন তার এই ছবিগুলো দেখে রাতের ঘুম উড়লো তাদের।

উল্লেখযোগ্য, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের সৌন্দর্য্য ও ফিটনেস ধরে রেখেছেন তিনি। তবে খাবার নিয়ে কিন্তু কখনোই আত্মত্যাগ করতে দেখা যায় না তাকে। মাঝেমধ্যেই পছন্দের খাবারগুলি তিনি ভরপুর উপভোগ করেন। যে তালিকায় লুচি, আলুর দম, মিষ্টি সবই থাকে।

আসলে তিনি বিশ্বাস করেন শারীরিক কষ্ট করলে পছন্দের খাবারগুলি জীবন থেকে বাদ দেওয়ার প্রয়োজন নেই। মাঝেমধ্যে সেসব খাওয়াই যায়। এই বিষয়টি আরো বেশি প্রশংসা এনে দেয় তাকে। যেখানে অন্যান্য তারকারা জীবন থেকে সব শখ-আহ্লাদ বাদ দিয়েছেন সেখানে কিন্তু অভিনেত্রী সেসব ভালোই উপভোগ করছেন।

#Mimi

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক