সৌন্দর্য প্রতিযোগিতায় সফল হওয়ার পর রুপোলী পর্দায় অনেককেই দেখা গিয়েছে অভিনয় করতে। তার মধ্যে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন, সুস্মিতা সেন থেকে একাধিক অভিনেত্রী। সৌন্দর্য প্রতিযোগিতায় সফল হওয়ার পর সিনেমার পর্দায় উঠে আসা অনেকটাই সহজ হয়ে যায়। তেমনই এবার বড় পর্দায় আসতে চলেছেন প্রাক্তন মিস্ ইউনিভার্স হরনাজ সান্ধু।
জানা যাচ্ছে, তাকে ‘বাগী ৩’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পদার্পণ করতে দেখা যাবে। শিগগিরই শুরু হবে এই ছবির শ্যুটিং। সূত্রের খবর, আগামী বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে ‘বাগী ৩’। ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে টাইগার শ্রফকে। বৃহস্পতিবার নির্মাতারা জানিয়েছেন, এই ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হবে হরনাজের।
জানা গিয়েছে, বহুদিন ধরেই বড় পর্দায় পা রাখতে চেয়েছিলেন হরনাজ। কিন্তু সঠিক সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। এবার সেই সুযোগ হাজির হয়েছে। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাডিয়াডওয়ালা। অনেকেই মনে করছেন বলিউড ইন্ডাস্ট্রিতে হরনাজ দীর্ঘদিন টিকে থাকতে পারবেন।
ছবির প্রথম ঝলক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। এদিকে ছবির জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন টাইগার শ্রফ। শীঘ্রই শ্যুটিং শুরু হতে চলেছে। তার পেশিবহুল শরীরের পাশাপাশি এক গাল দাড়ি ও ছোটো ছোটে চুলে তিনি আকর্ষণীয় হয়ে উঠবেন।
২০১৬ সাল থেকে ‘বাগী সিরিজ শুরু হয়েছে। ২০১৬ সালের পর ২০১৮ ও ২০২০ সালে মুক্তি পেয়েছে যথাক্রমে ‘বাগী ২’ ও ‘বাগী ৩’। এবার ‘বাগী ৪’-এর শ্যুটিং হবে। আগামী বছরে মুক্তি মুক্তি পাবে এই ছবি। কেমন প্রতিক্রিয়া মেলে দর্শকদের এখন সেটিই দেখার।