মায়ের ওপর বড্ড রেগে আছে! করিনার সঙ্গে যা করল জেহ, দেখুন সেই ভিডিও

করিনা কাপুর ২০০০ সালে “রিফিউজি” সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন, এই সিনেমাতে করিনা কাপুরের বিপরীতে অভিষেক বচ্চন কে দেখা যায়। এরপর একের পর এক সীনেমা যেমন “মুঝে কুছ কেহেনা হে”, “আজনবী”, “কাভি খুশি কাভি গাম” এর মত আরো অনেক সিনেমা উপহার দিয়েছেন। অন্যদিকে সইফ আলী খান ১৯৯৩ সালে “পরম্পরা” মুভির মাধ্যমে অভিনয় জগতে আসেন। তিনিও “ইয়ে দিল লাগি”, “কাচ্ছে ধাগে”, “হাম সাত সাত হে “এর মতো পরপর প্রচুর সিনেমা করে জনপ্রিয়তা লাভ করেছেন।

২০১২ সালে করিনা কাপুর এবং স‌ইফ আলী খান বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে করিনা পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম তৈমুর আলী খান। এরপর ২০২১ সালে সইফ কারিনার দ্বিতীয় সন্তান হয় যার নাম জাহাঙ্গীর আলী খান ওরফে জেহ।

কিছুদিন বাদে বাদেই করিনা কাপুরের কোন ভিডিও অথবা ছবি নিয়ে চর্চা হয়। একটা টাইমে করিনার ছেলে তৈমুর কে একটি ভিডিওতে কুরুচি কর কথা বলতে দেখা গিয়েছিল, যেটা খুব ভাইরাল হয়েছিল,দাদা তৈমুরের পর এবার জেহ- র লাইন।

মাঝেমধ্যেই তাদের কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়।
এত কম বয়সে তৈমুর ও দেহ -র অনুগামীদের সংখ্যা বেশ অনেকটাই। এমনই একদিন করিনা তার ছোট ছেলে জেহ নিয়ে বেরিয়েছিল। সেখানে একটি ভিডিওতে স্পষ্ট বোঝা গেছে জেহ তার মায়ের ওপর বড্ড রেগে আছে। ভিডিওটিতে এও দেখা গিয়েছে তার মা তাকে ধরলেই সে বিরক্ত বোধ করছে আর বলে উঠছে No এবং তার মা তাকে ডাকলেও সে সাড়া দিচ্ছিল না। এই ভিডিওটি দারুন ভাইরাল হয়েছিল।তৈমুর ও জেহকে দেখতে একেবারে সইফ আলী খানের মতো। সময়ের সাথে সাথে দাদা তৈমুর ও ভাই জেহ দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গিয়েছে।

আরও পড়ুন,
*প্রয়াত স্ত্রী’কে নিয়ে আবেগে ভাসলেন বনি কাপুর, শ্রীদেবীর জন্মবার্ষিকীতে যা লিখলেন