দুর্দান্ত ফিচার্স, Motorola Edge 50 Neo 5G এ মন মুগ্ধ করা ক্যামেরা!

kmc 20240917 201318 Ic6C0NMD1D

ভারতে Motorola Edge 50 Neo 5G লঞ্চ করেছ,এতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং ফোনটি Pantone কালারের হয়।Motorola ফোনটি আপনি আপনার নিয়ারেস্ট স্টোরে পেয়ে যাবেন। শুধুমাত্র তাই নয় আপনি চাইলে ফোনটি অনলাইনের মাধ্যমেও কিনতে পারবেন।যেমন ধরুন ফ্লিপকার্ট ও অ্যামাজনে আপনি Motorola Edge 50 Neo 5G ফোনটি পেয়ে যাবেন।

মোটোরোলার এই ফোনটিতে 8 জিবি র‍্যাম এবং P68 রেটিং‌‌ রয়েছে। এতে 256 জিবি স্টোরেজ রয়েছে।এর মধ্যে MediaTek Dimensity 7300 প্রসেসর রয়েছে। ফোনটি Android 14 অপারেটিং সিস্টেম যুক্ত ও মোটো ফোনটির ডিসপ্লে 6.4 ইঞ্চি এবং এর ডিসপ্লের 2800 nits এর পিক ব্রাইটনেস আছে।

Motorola Edge 50 Neo ফোনের ক্যামেরা কেমন?

মোটরোলার এই ফোনে ব্যাকে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং তার‌ই সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা। শুধুমাত্র তাই নয় এর সঙ্গে আরো রয়েছে 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স। অন্যদিকে এই ফোনের সামনে রয়েছে 32-মেগাপিক্সেল ক্যামেরা।

Motorola Edge 50 Neo: ব্যাটারি কেমন?

মোটোরলা ফোনটিতে 4310 mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে। এছাড়া ফোনটি চার্জ করার জন্য আছে 68 ওয়াট টার্বো চার্জিং সাপোর্ট ও 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। শুধুমাত্র যে ফোনটি ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং সিষ্টেম ই ভালো তি কিন্তু একেবারেই নয়,এর মধ্যে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার‌ও।

Motorola Edge 50 Neo:এত ভালো ফোনটির দাম কত?

এই ফোনটি লঞ্চ হয়ে গেলেও এটি মার্কেটে পাওয়া যাবে 24 সেপ্টেম্বর থেকে। ফোনটির দাম রাখা হয়েছে 22,999 টাকা এবং এই ফোনটি 8 জিবি র‍্যাম সহ 256GB স্টোরেজ সম্পুর্ন।এটি Poinciana, Latte, Grisaille এবং Nautical Blue কালারে অ্যাভেলেভেল রয়েছে।

আরও পড়ুন,
*জ্যোতিষে বিশ্বাস করেন, বিজ্ঞানও মানেন, কিন্তু আংটি পারেন না মিঠুন দা!