বুকে ব্যথা–শ্বাসকষ্ট হাসপাতালে নচিকেতা, স্টেন্ট বসানোর পর এখন কেমন আছেন গায়ক ?

প্রসিদ্ধ গায়ক নচিকেতা চক্রবর্তী বর্তমানে আশঙ্কামুক্ত। দু’‌টি স্টেন্ট বসানোর জটিল অস্ত্রোপচারের পরে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর আপ্তসহায়ক আর্যদেব ভট্টাচার্য। সব ঠিক থাকলে বুধবার বা বৃহস্পতিবারের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।

শনিবার রাতেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। আচমকা বুকে অস্বস্তি, শ্বাসকষ্ট ও ঘাম ভাব দেখা দিলে পরিবার তড়িঘড়ি তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর হৃদপিণ্ডে ব্লকেজ ধরা পড়েছে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পরিবারের সম্মতিতেই স্টেন্ট বসানোর ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত দু’টি স্টেন্ট বসানো হয় নচিকেতার হৃদপিণ্ডে।

রোববার নচিকেতার কন্যা ধানসিড়ি চক্রবর্তী জানান, তাঁর বাবার অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে। “বাবা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকেরা বলেছেন, ভয় কাটিয়ে উঠেছেন তিনি,” জানান ধানসিড়ি। সোমবার আপ্তসহায়ক আর্যদেব ভট্টাচার্য বলেন, “বিকেলের দিকে হয়তো দাদাকে জেনারেল বেডে আনা হবে।” বর্তমানে গায়ক সচেতন, স্বাভাবিক ভাবে কথা বলছেন, বই পড়ছেন এবং নিজে হাতে খাওয়াও শুরু করেছেন।

আর্যদেব হাসতে হাসতে আরও বলেন, “দাদা তো এখনই স্টেজে ফিরতে চাইছেন! কিন্তু চিকিৎসকেরা স্পষ্টই বলেছেন, আপাতত দীর্ঘ বিশ্রাম জরুরি।”

টানা মঞ্চানুষ্ঠানে ব্যস্ত থাকা নচিকেতার অতিরিক্ত পরিশ্রমই এই শারীরিক সমস্যার কারণ হতে পারে বলে মনে করছেন পরিবার ও চিকিৎসকেরা।

গায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে ওঠেন অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অসংখ্য ভক্ত-শ্রোতা। পরিবারের তরফেও সকলের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আরও পড়ুন
Nusrat-Yash: জিম সেরে রোদ পোহাতে ব্যস্ত নুসরত-যশ! ভাগ করে নিলেন বিশেষ ছবি

নচিকেতা চক্রবর্তীর সুস্থ হয়ে দ্রুত মঞ্চে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন সংগীতপ্রেমীরা।

আরও পড়ুন
Dev: ‘প্রজাপতি ২’-এর উড়ান! স্টাইল স্টেটমেন্টে বাজিমাত অভিনেতার, নতুন লুকে মুগ্ধ নেটপাড়া

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক