ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশ ঘন মেঘে ঢাকা। এমন সময় মাথার উপর ছাদ ছেড়ে খোলা আকাশের নীচে এসে দাঁড়িয়ে পড়ল এক হস্তীশাবক। আর তারপর যা ঘটল, তা দেখে হাসিতে ফেটে পড়েছে নেটপাড়া।
ইনস্টাগ্রামে ‘নাম্মা ধর্মস্থল (Namma Dharmasthala)’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এক মিষ্টি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, এক ছোট্ট হাতির ছানা বৃষ্টিতে ভিজে আনন্দে নেচে চলেছে। কখনও মাথা দুলিয়ে, কখনও আবার শুঁড় নেড়ে, কখনও বা কান নাড়িয়ে— বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তার নাচের ছন্দ হয়ে উঠেছে।
ভিডিয়োতে দেখা যায়, হস্তীশাবকটি বৃষ্টিতে ভিজে আহ্লাদে আটখানা হয়ে উঠেছে। আনন্দের উচ্ছ্বাসে তার শরীরভাষা যেন বলে দিচ্ছে— “ছাদ নয়, বৃষ্টিই আমার খেলার সঙ্গী!”
এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হাসির বন্যা বয়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। বহু জন কমেন্টে লিখেছেন, “বৃষ্টিতে ভিজে মন একেবারে ফুরফুরে হয়ে গিয়েছে! নাচ আর থামছেই না এই ছোট্ট হাতির।” কেউ কেউ আবার লিখেছেন, “এই আনন্দটাই সংক্রামক! একে দেখলে মন ভালো হয়ে যায়।”
বৃষ্টিতে নেচে চলা এই হস্তীশাবকের ভিডিয়ো ইতিমধ্যেই হাজার হাজার লাইক ও শেয়ার পেয়েছে। প্রাণীদের স্বতঃস্ফূর্ত আনন্দের এমন মুহূর্তই যে মানুষের মুখে হাসি এনে দিতে পারে, তা আরও একবার প্রমাণ করল এই ভাইরাল ভিডিয়ো।
#ElephantDanch #Viralvideo